মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ঝাড়খন্ডেরর জামশেদপুরে এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। এদের মধ্যে একজন আবার নাবালক। তাকে জুভেনাইল হোমে পাঠানো হয়েছে। বাকিরা রয়েছে জেল হেফাজতে। পুলিশ জানিয়েছে, ১৭ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ এই পাঁচজনের বিরুদ্ধে। নাবালকের নাম প্রকাশ করেনি পুলিশ। বাকি অভিযুক্তদের নাম শঙ্কর টিউ, রোশন কুজুর, স‚র্য পাত্র ও সানি সোরেন। অভিযুক্তদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। জামশেদপুরের বাগবেরা অঞ্চলের বাসিন্দা ওই কিশোরী গত মঙ্গলবার তার প্রেমিকের সঙ্গে থাকাকালীন আচমকাই চড়াও হয় অভিযুক্তরা। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখিয়ে অপহরণ করা হয় তাদের দুজনকে। সেখান থেকে কালিয়াদহ গৌশালায় নিয়ে যাওয়া হয় তাদের। সেখানে কিশোরীর পুরুষ বন্ধুকে বেঁধে রেখে কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্তরা। পুলিশ সুপারিনটেনবেন্ট তামিল ভানান একথা জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ‘‘ঘটনার পরেই পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। মেয়েটি প্রাথমিকভাবে জানিয়েছিল, সে নাচের ক্লাস থেকে ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু তদন্তে দেখা গিয়েছে সে নাচের ক্লাসে যায়নি।’’ কিশোরীর বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কথা বলা হচ্ছে নির্যাতিতার পরিবারের সঙ্গেও। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।