রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
আনন্দ স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের জালাল মোল্যাকে (৬০) গ্রেফতার করে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজাতে প্রেরণ করেছে বোয়ালমারী থানা পুলিশ। থানা ও এলাকা সূত্রে জানা যায়, ওই ছাত্রী প্রতিদিনের মত গত শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে জালাল মোল্যার বাড়িতে দুধ দিতে গেলে লোকজন না থাকার সুযোগে জালাল মোল্যা তাকে ঘরে নিয়ে ধর্ষণ করে। বিকেল ৫টার দিকে ওই ছাত্রীকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরসেদ আলম তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরণ করে। এ বিষয়ে ওই শিশুর বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেন। তবে জালাল মোল্যার স্ত্রী ফাতেমা বেগম বলেন, তার স্বামী ষড়যন্ত্রের স্বীকার।
বৃক্ষমেলার উদ্বোধন
বোয়ালমারী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শনিবার তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মৃধা মিলন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, পৌর আ.লীগের সভাপতি আ. আলীম মোল্যা, সাধারণ সম্পাদক মো. খসরু মিয়া, উপজেলা কৃষি অফিসার সিকদার মো. মোহায়মেন আক্তার ও থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।