Inqilab Logo

সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১, ০৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার

প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

ঢাকার সাভারে বেড়াতে এনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার গেন্ডা মহল্লা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত মোঃ মনিরুজ্জামান (২৭) যশোরের কোতোয়ালী থানাধীন বাইদগাজী গ্রামের বাসিন্দা। সে রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামরুজ্জামান জানান, কলেজছাত্রী ও গ্রেফতারকৃত যুবক মনিরুজ্জামান পরস্পর বন্ধু। বেড়ানোর কথা বলে গত বৃহস্পতিবার দুজনে সাভার আসে। পরে মনিরুজ্জামান তার বন্ধুর বাড়ি সাভারের গেন্ডা এলাকার নিয়ে যায়। সেখানেই ওই কলেজছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় কলেজছাত্রী তার পরিবারকে জানালে, তার বাবা বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ