মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তরপ্রদেশের হাথরসে ধর্ষণ শেষে পুড়িয়ে হত্যা করা দলিত তরুণীর পরিবারের সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গত ৪ অক্টোবর নিখোঁজ হন সিদ্দিক কাপ্পান নামে এক সাংবাদিক। কয়েক দিন পর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানান, তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। স্ত্রী রেহনার অভিযোগ, সংখ্যালঘু হওয়ার কারণেই সিদ্দিককে ফাঁসানো হয়েছে। হাথরসে এত সাংবাদিক গেলেন, গ্রেফতার করা হল শুধু মুসলিম সাংবাদিককে। দিল্লিতে শুক্রবার সংবাদ সম্মেলন করে মুসলিম ওই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস নামে সাংবাদিকদের একটি সংগঠন। নিখোঁজ ওই সাংবাদিক তার স্ত্রী রেহনা সিদ্দিককে শেষবার ফোন করেছিলেন ৪ অক্টোবর রাত ১২টার দিকে। এর পর থেকেই ফোন বন্ধ সিদ্দিক কাপ্পানের। অনেকবার মেসেজ পাঠিয়েছেন রেহনা সিদ্দিক। ফোনও করেছেন বহুবার। কিন্তু যোগাযোগ করা আর সম্ভব হয়নি সাংবাদিক স্বামীর সঙ্গে। ফোন বন্ধ জেনে তবু বার বার চেষ্টা করছেন যোগাযোগের। সংবাদমাধ্যমেই রেহনা জানতে পারেন, উত্তরপ্রদেশের হাথরসে দলিত পরিবারের খবর সংগ্রহ করতে যাওয়ার পথে মথুরায় গ্রেফতার হয়েছেন সিদ্দিক। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বলা হয়েছে, সিদ্দিক তার তিন সঙ্গী উগ্রপন্থী সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) এবং তার শাখা সংগঠন ক্যাম্পাস ফ্রন্ট অব ইন্ডিয়ার সঙ্গে যুক্ত। হাথরসে জাতপাতের দাঙ্গা লাগানোর জন্য বিদেশ থেকে অর্থ নিয়েছেন তারা। সাংবাদিকদের কাছে সিদ্দিকের কথা বলতে গিয়ে কেঁদে ফেলছেন রেহনা। তিনি বলছেন, আমার স্বামী নির্দোষ। ও কখনও অন্যায় করেনি। দেশদ্রোহের অভিযোগ সত্যি নয়। ও শুধু সাংবাদিক হিসাবে সত্যিটুকু দেখাতে হাথরসে গিয়েছিল। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।