Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরলোকে ভারতের খাদ্যমন্ত্রী রামবিলাস পাসওয়ান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। সম্প্রতি দিল্লির ফর্টিস হাসপাতালে একটি হার্ট সার্জারি হয় তার। বৃহস্পতিবার তার মৃত্যুর খবর ট্যুইট করে জানান তার ছেলে চিরাগ পাসওয়ান। মোদির মন্ত্রীসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন রামবিলাস। গত বেশ কয়েক সপ্তাহ ধরে তিনি গুরুতর অসুস্থ ছিলেন। সম্প্রতি দিল্লির ফর্টিস হাসপাতালে তার হার্ট সার্জারি হয়েছিল। কিন্তু বাঁচানো গেল না তাঁকে। ৭৪ বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি। পাঁচ দশক ধরে তিনি ভারতের রাজনৈতিক জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ১৯৬৯ সালে প্রথমবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। তার ছেলে চিরাগ পাসওয়ান লোক জনশক্তি পার্টির প্রধান। তিনি টুইটারে লিখলেন, ‘বাবা, আমি জানি, আপনি আর এই পৃথিবীতে নেই। কিন্তু আপনি যেখানেই থাকুন, আমার সঙ্গেই আছেন।’ উত্তর ভারতের রাজনীতিতে এক দীর্ঘ ইতিহাস রয়েছে রামবিলাস পাসওয়ানের। তার লোক জনশক্তি পার্টির বড় ভূমিকা থাকে উত্তর ভারতের রাজনীতিতে। সম্প্রতি বিহারের নির্বাচনেও তার দল নির্ণায়ক হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রামবিলাসের প্রয়ানে সব মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আমি শব্দে প্রকাশ করতে পারবো না, কতটা শোক পেয়েছি। আমাদের দেশে যে শূন্যতা তৈরি হল, তা কখনই আর পূর্ণ হবে না। শ্রী রামবিলাস পাসওয়ানের মৃত্যু একটি ব্যক্তিগত ক্ষতি। আমার বন্ধু বিয়োগ হল। হারালাম একজন সহকর্মী যিনি গরিব মানুষকে সম্মানের সঙ্গে জীবন কাটাতে সাহায্য করতেন।’ সূত্র : নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামবিলাস-পাসওয়ান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ