Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আকাশে চাঁদের মতো স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহ!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ১২:০৪ এএম

আক্ষরিক দিক থেকেই এ খবর মঙ্গলময়! যা দাবি করছে যে এক বিশাল আকারে এবং স্পষ্টভাবে মঙ্গল গ্রহকে চোখের সামনে নিয়ে আসছে মহাজাগতিক কৌতুক! আগামী ১৩ অক্টোবর এমন বিরল মাঙ্গলিক দৃশ্যের সাক্ষাৎ সুলভ হবে পৃথিবীর আকাশে। সত্যি কথা বলতে কী, মঙ্গল গ্রহ নিয়ে আমাদের এ পৃথিবীর মানুষজনের তো আর কৌতূহল এবং উৎসাহের অন্ত নেই। মঙ্গলে জীবনের অস্তিত্ব আছে কি নেই- তা নিয়ে গবেষণা চলছে তো চলছেই, যত দিন যাচ্ছে বেড়েই চলেছে এর মাত্রা। অন্য দিকে, সাহিত্যে, ছায়াছবিতে মঙ্গল গ্রহের কাল্পনিক জীবন নিয়ে তৈরি হয়েই চলেছে একের পর এক মুগ্ধ করার শিল্প। কিন্তু মঙ্গল গ্রহ আদতে ঠিক কেমন, তা ন্যাশনাল এরোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন ওরফে নাসা-র ট্যুইট করা ছবি আর ভিডিও মারফত জেনেই ক্ষান্ত থাকতে হয়। আর টেলিস্কোপে চোখ রাখলে ঠিক যেন এক খুদে এক তারা- ব্যস এই পর্যন্তই! কিন্তু স্কাই অ্যান্ড টেলিস্কোপ-এ প্রকাশিত প্রতিবেদন সাফ জানাচ্ছে যে এ বার মঙ্গল গ্রহকে ঠিক চাঁদের মতোই স্পষ্ট দেখা যাবে! এই বিরল দৃশ্য আদতে এক মহাজাগতিক কৌতুক। খবর মোতাবেকে, একেবারেই প্রকৃতির নিজস্ব ইচ্ছায়, মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের বিপরীতে। আর এ সময়ে পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ এবং সূর্যের মধ্যবর্তী অবস্থানে। সে কারণেই পৃথিবী থেকে চাঁদকে যেন বড়সড় দেখায়, টেলিস্কোপে চোখ রাখলে প্রায় ওই আকারেই দেখা যাবে মঙ্গল গ্রহকেও। খবর আরও বলছে যে সূর্যাস্তের ঠিক পর পরই পৃথিবীর আকাশে উদিত হবে লাল রঙের এই গ্রহ। কাজেই আকাশ পরিষ্কার থাকলে এবং টেলিস্কোপ জোরালো হলে মঙ্গলময় দৃশ্য চোখের সামনেই ভাসবে ! সব মিলিয়ে দেখা যাচ্ছে যে চলতি বছরের এই অক্টোবর মাস একের পর এক মহাজাগতিক বিস্ময়ের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে পৃথিবীবাসীকে। বর্তমানেই যেমন চলছে উল্কাবৃষ্টির পালা। এই সময়ে পৃথিবী তার অক্ষপথে ঘুরতে ঘুরতে চলে এসেছে ২১পি/জিয়াকোবিনি-জিনার ধূমকেতুর খুব কাছাকাছি। এতটাই কাছাকাছি যে এই ধূমকেতু পৃথিবীর উপরিভাগের সঙ্গে বেশ ভালো মতো এক ঘষা খেয়েছে। আর তারই পরিণামে অজস্র টুকরো ছিটকে পড়ছে। যে ঘটনাকে বলা হচ্ছে ড্রাকোনিড শাওয়ার বা বৃষ্টি। কেন না, এই ধূমকেতু অবস্থান করে ড্রাকো নামের নক্ষত্রমন্ডলীতে। খবর মোতাবেকে ১০ অক্টোবর পর্যন্ত চলবে এই উল্কাবৃষ্টির পালা। সূত্র : স্কাই অ্যান্ড টেলিস্কোপ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঙ্গল-গ্রহ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ