Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিন পেলেও বিহারে ভোটের প্রচারে নিষেধাজ্ঞায় লালু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম

খুশি এক মুহূর্তে তারপর মাথায় বাজ ভেঙে পড়ল আরজেডি নেতাকর্মীদের। বিমর্ষ হয়ে পড়লেন লালুপ্রসাদ যাদব। পরমুহূর্তে ফের চাঙ্গা তিনি। প্রায় এক হাজার কোটির পশুখাদ্য কেলেঙ্কারির চাঁইবাসা ট্রেজারির অর্থ তছরুপ মামলায় জামিন পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। তবে আদালত তার বিহারে প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে। কারণ অন্য একটি মামলায় তিনি জামিন পাননি। লালুপ্রসাদ যাদব আপাতত ঝাড়খন্ডের রাঁচিতেই থাকবেন। সূত্রের খবর, তিনি রাঁচির রিমস হাসপাতালের বিশেষ বাংলোতে বিহার নির্বাচনের ওয়াররুম তৈরি করেছেন। শুক্রবার সকাল থেকেই বিহারের রাজনৈতিক মহলসহ দেশের নজর ছিল পশুখাদ্য কেলেঙ্কারি মামলার জামিন শুনানিতে। লালুপ্রসাদের আইনজীবীরা আবেদন করেন, চাঁইবাসা ট্রেজারির অর্থ তছরুপ মামলায় লালুপ্রসাদ যাদবকে জামিনের। কারণ, এই মামলায় তিনি অর্ধেক সাজা কাটিয়েছেন। এখন জামিন পেতে পারেন। আদালত জামিন মঞ্জুর করে। মুহ‚র্তে রাঁচি থেকে পাটনা হয়ে দিল্লি সরগরম হয়ে যায় রাজনৈতিক পরিবেশ। তেতে ওঠে আরজেডি শিবির তথা বিরোধীদের মহাজোট। তবে আদালত দুমকা ট্রেজারি মামলায় লালুপ্রসাদকে জামিন না দেওয়ায় তার বিহারে প্রবেশের নিষেধাজ্ঞা জারি থাকল। এতেই আবার মুষড়ে পড়েন আরজেডি সমর্থক নেতারা। ফলে কোনওভাবেই বিহার নির্বাচনে লালুপ্রসাদ যাদব নিজ রাজ্যে প্রবেশ করতে পারবেন না। বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন চারাঘোটালা মামলা বা পশুখাদ্য কেলেঙ্কারি তে জড়িয়ে পড়েন লালুপ্রসাদ যাদব। এর অন্যতম চাঁইবাসা ট্রেজারির আর্থিক তসরুফ। মামলা চলাকালীন বিহার ভাগ হয়। আর ঝাড়খন্ডে পড়ে যায় চাঁইবাসা। মামলায় দোষী সাব্যস্ত হলে লালুপ্রসাদকে রাঁচিতে বন্দি করা হয়। নির্বাচন বিহারে, তবে প্রভাব পড়ছে প্রতিবেশি ঝাড়খন্ডে। রাজ্য ভাগ হলেও বিহারি অথবা ঝাড়খন্ডিরা পরস্পর ঘণিষ্ঠ। বিহারের কিংবদন্তি নেতা লালুপ্রসাদ যাদব রাঁচিতে বন্দি। ১৯৭৭ থেকে টানা বিহারের রাজনীতিতে চমকদার চরিত্র হয়ে দেশজোড়া পরিচিত লালুপ্রসাদ যাদব। গত ৪৩ বছরের মধ্যে এই প্রথম বিহারের ভোটে তার শারীরিক উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে দোলাচল। তিনি বন্দি রাঁচিতে। গত ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোটের রূপকার ছিলেন লালুপ্রসাদ। সূত্র : ভারতীয় মিডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিষেধাজ্ঞায়-লালু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ