বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দক্ষিনাঞ্চলে করেনা সংক্রমণ অব্যাহত থাকার পাশাপাশি মৃত্যুর মিছিলও ক্রমশ দীর্ঘতর হচ্ছে। শুক্রবার সকালের পূবর্বর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলের ৬ জেলায় নতুনকরে আরো ৩৮ জন আক্রান্তের পাশাপাশি বরিশাল মহানগরীর নথুল্লাবাদ এলাকার ৪৮ বছর বয়স্ক এক ব্যক্তি মারা গেছেন। ফলে দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণে মৃতুর সংখ্যা ১৭৪-এ দাড়াল। যারমধ্যে বরিশাল জেলায়ই মারা গেছেন ৭১ জন। আর মহানগরীতেই সংখ্যাটা প্রায় ৬০-এর কাছে। দক্ষিণাঞ্চলে এখনো মৃত্যুহার জাতীয় হারের চেয়ে বেশী,২.০৫%।
গত ৪৮ ঘন্টায় নতুন আক্রান্ত সহ দক্ষিণাঞ্চলে মোট সংক্রমনের সংখ্যা সরকারী হিসেবে ৮ হাজার ৪৯৩। তবে এসময়ে ৭৬ জন সহ দক্ষিণাঞ্চলে সুস্থ হয়ে উঠেছেন সর্বমোট ৭ হাজার ৮৯৪ জন। সুস্থতার হার ৯২.০৪%। শুক্রবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩৫ জনের নমুনা পরিক্ষায় আরো ২৪ জনের করেনা পজিটিভ সনাক্ত হয়েছে। তবে ভোলা জেলা হাসপাতালে ১৪ জনের নমুনা পরিক্ষায় কারো করোনা সনাক্ত হয়নি। এখনো দক্ষিণাঞ্চলে করোনা সনাক্তের হার জাতীয় হারের ওপরেই রয়েছে, ১৭.২৬%। পাশাপাশি নমুনা পরিক্ষার সংখ্যাও আশংকাজনক হারে কম। শুক্রবার সকালে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৬ জন এবং আইসোলেশনে ১৯ জন ছাড়াও আইসিইউ’তে আরো ৪ জন চিকিৎসাধীন ছিলেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের মতে শুক্রবার সকালের পূবর্বর্তি ৪৮ ঘন্টায় দক্ষিণাঞ্চলে নতুন সনাক্ত ৩৮ জনের মধ্যে ২২ জনই বরিশাল জেলাতে। যারমধ্যে মহানগরীতেই অন্তত ১৫ জন রোগী। এরফলে বরিশাল জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩,৫৯১ জনে। এরমধ্যে মহানগরীতেই সংখ্যাটা ৩ হাজার ২শর ওপরে। আর এ জেলায় মৃত ৭১ জনের মধ্যে মহানগরীতেই মারা গেছেন প্রায় ৬০ জন। গত এক সপ্তাহেই মহানগরীর উত্তর-পশ্চিম প্রান্তে ৩ জনের মৃত্যু ঘটেছে। ৬ অক্টোবর নগরীর কাশীপুরে, ৭ অক্টোবর বৈদ্যপাড়া ও ৯ অক্টোবর নথুল্লাবাদের একজনের ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। দক্ষিণাঞ্চলের ৬ জেলায় প্রায় ১ কোটি মানুষের মধ্যে বরিশাল মহানগরীর জনসংখ্যা প্রায় ৭ লাখের কাছে। কিন্তু গোটা বিভাগের মাত্র ৭% জনসংখ্যার এনগরীতে করোনা সংক্রমণের হার গোটা বিভাগে মোট আক্রান্তের ৪০%-এ বেশী। এমনকি মৃত্যু হারও বিভাগের মোট মৃত্যুর প্রায় ৪১%। এ ক্ষেত্রে স্বাস্থ্য বিধি অনুসরন না করা সহ জন সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে নগর প্রশাসনের উদাশীনতাকে দায়ী করেছেন ওয়াকিবাহল মহল।
গত ৪৮ ঘন্টায় পটুয়াখালীতে নতুন ৪ জন সহ সর্বমোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১,৪৪১ জনে। জেলাটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ জনের। ভোলাতে এসময়ে আক্রান্তের সংখ্যা দুজন সহ সর্বমোট ৬৮৮। যার মধ্যে গত ২৪ ঘন্টায় নতুন কোন আক্রান্ত ছিলনা। জেলাটিতে এপর্যন্ত মারা গেছেন ৬ জন। পিরোজপুরে গত ৪৮ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩ জন। মোট সংখ্যাটা ১,০৯৩। তবে মৃত্যু হয়েছে ২৪ জনের। বরগুনাতেও গত ৪৮ ঘন্টায় নতুন অক্রান্ত ২জন। তবে বৃহস্পতিবারে কোন সংক্রমণ ছিলনা। জেলাটিতে এ পর্যন্ত মোট ৯১৭ জন আক্রান্তর মধ্যে মারা গেছেন ২০ জন। এ জেলাটিতে মৃত্যু হারও বেশী। ঝাালকাঠীতেও গত ৪৮ ঘন্টায় ৫ জন সহ মোট আক্রান্তের সংখ্যা ৭১২। মারা গেছেন ১৬ জন। মাত্র ৪ উপজেলার ছোট এ জেলাটিতেও আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলনামূলক বিচারে অন্য জেলার চেয়ে কিছুটা বেশী বলে মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞগন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।