মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নিজের করোনাভাইরাসে আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৭ অক্টোবর বুধবার রাতে হোয়াইট হাউস থেকে প্রচারিত বিজ্ঞাপনধর্মী এক ভিডিও বার্তায় নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমি এতে আক্রান্ত হয়েছি। এটি ঈশ্বরেরই আশীর্বাদ বলে মনে হচ্ছে। এই আশীর্বাদ ছদ্মবেশ ধরে এসেছে।’ আক্রান্ত হওয়ার পর নিজে যে চিকিৎসা পেয়েছেন সব মার্কিন নাগরিকও যেন একই চিকিৎসা পায় সেই প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি। করোনা সংক্রমণের জন্য এদিন ফের চীনকে দায়ী করেন ট্রাম্প। মার্কিন নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, যা ঘটেছে সেটি আপনাদের দোষ নয়। এটি চীনের দোষ আর তারা বড় ধরনের মূল্য দিতে যাচ্ছে।’ এর আগে মঙ্গলবার এক টুইটে ট্রাম্প বলেন, ‘প্রতি বছর বহু মানুষ, কখনও কখনও এক লাখেরও বেশি ভ্যাকসিন থাকার পরও ফ্লুতে মারা যায়। আর আমরা আমাদের দেশ বন্ধ করে দেবো? না, আমরা এর সঙ্গে বাঁচা শিখে নিয়েছি, ঠিক যে রকম করে আমরা কোভিড এর সঙ্গে বেঁচে থাকা শিখে নিচ্ছি, বেশিরভাগ মানুষের কাছেই তা প্রাণঘাতীর চেয়ে অনেক কম কিছু!!!’ রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।