Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ট্রাম্পের সমালোচনায় মিশেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

বৈশ্বিক প্রাণঘাতী করোনা মহামারি, বর্ণবাদসহ বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ‚মিকার কঠোর সমালোচনা করেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। করোনা পরিস্থিতির প্রসঙ্গ টেনে মিশেল বলেন, ট্রাম্প ইচ্ছে করেই এ সংকট মোকাবিলার ক্ষেত্রে অব্যবস্থাপনা সৃষ্টি করেছেন। ইরাক, আফগানিস্তান, ভিয়েতনাম ও কোরীয় যুদ্ধে সম্মিলিতভাবে যত আমেরিকান নিহত হয়েছে, তার চেয়ে করোনা মহামারিতে আরও অনেক বেশি মানুষের প্রাণহানি হয়েছে। মিশেল বলেন, সাত মাস হলেও এখনও করোনাভাইরাস নিয়ে তার কোনও পরিকল্পনা নেই। সাত মাস পরে তিনি এখন একটি মাস্ক পরেছেন কিন্তু ধারাবাহিকভাবে তা পরবেন না। কাউকে উৎসাহিতও করেন না। মাস্ক পরলে অগণিত মানুষ বেঁচে যেত। মার্কিন নির্বাচনের জন্য চলমান বিতর্ক বন্ধ করার আহŸান জানিয়ে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছেন, ‘ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী জো বাইডেনকে ভোট দেয়া উত্তম সিদ্ধান্ত হবে আমেরিকানদের। কোনভাবেই আমরা ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করতে পারছি না’। রিপাবলিকান এ প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হলে তার এসব নীতি-কৌশল যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দেবে বলেও সতর্ক করেছেন মিশেল। ট্রম্পকে ‘বর্ণবাদী’ প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তার কঠোর সমালোচনা করেছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তার দাবি, ট্রাম্পের নীতি ও কৌশল জনগণের মধ্যে আতঙ্ক ও বিভক্তি তৈরি করে, ষড়যন্ত্র তত্তে¡র প্রসার ঘটিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ