Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ন্যাশন্স কাপ দাবা শুরু শনিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ৮:৩৭ পিএম

এশিয়ান ন্যাশন্স অনলাইন দাবা কাপ শুরু হচ্ছে শনিবার । ২০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে বাংলাদেশসহ অংশ নিচ্ছে এশিয়ার ৩৯টি দেশ। মহিলা বিভাগে বাংলাদেশসহ খেলছে ৩২ দেশ। শনিবার শুরু হয়ে পুরুষ বিভাগের খেলা শেষ হবে ১৮ অক্টোবর। মহিলা বিভাগের খেলা চলবে রোববার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশ পুরুষ দলের ৫ দাবাড়ু হচ্ছেন- গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার এবং ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান ও ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর। পুরুষ দলের অধিনায়ক বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ। লাল-সবুজের মহিলা দলের ৫ দাবাড়ু হচ্ছেন- মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন শারমিন সুলতানা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। মহিলা দলের অধিনায়ক বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি।

মহিলা দলের অধিনায়ক মাহমুদা হক চৌধুরী মলি জানান, বাংলাদেশের সব দাবাড়– নিজ নিজ বাসা থেকেই অনলাইন এই টুর্নামেন্টে অংশ নেবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান ন্যাশন্স কাপ দাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ