Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

কে-পপ সুপারব্যান্ড বিটিএসের অ্যালবাম আসছে নভেম্বরে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

কোরিয়ার ব্যান্ড বিটিএস ঘোষণা করেছে নভেম্বরে তাদের নতুন অ্যালবাম মুক্তি পাবে। কে-পপ সুপারব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে ‘বিই (ডিল্যুক্স এডিশন)’ অ্যালবামে “দুনিয়াকে নিরাময় করার সেই বানি আছে, ‘এই নতুন স্বাভাবিকতাতেও জীবন চলতে পারে’।” ভ্যারাইটি ডট কমের প্রতিবেদনে লেখা হয়েছে : “এই অ্যালবামে সাত সদস্যের ব্যান্ডটি আরও এগিয়ে গেছে, এতে শুধু সঙ্গীত নয় বরং ধোরণার বাস্তবায়ন, কম্পোজিশন এবং ডিজাইনকে এক করেছে।” অ্যালবামে, “বিটিএসের ভাবনা, আবেগ, আর গভীর স্মৃতি রোমন্থন প্রতিফলিত হয়েছে।” বিটিএসের সদস্যরা হলেন- আরএম, জিন, সুগা, জে হোপ, জিমিন, ভি এবং জুংকুক; ব্যান্ড ক্রমে ক্রমে তাদের অ্যালবাম তৈরির প্রক্রিয়া তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে আসছে। প্রায় একমাস আগে গ্রুপের ‘ডায়নামাইট’ গানের ভিডিও ২৪ ঘণ্টায় ১০০ মিলিয়ন ভিউ হয়ে রেকর্ড সৃষ্ট করে।এটি ছিল তাদের প্রথম ইংরেজি গান। প্রথম কে-পপ ব্যান্ডের গান হিসেবে গানটি বিলবোর্ড হট হান্ড্রেড তালিকায় টানা দুই সপ্তাহ শীর্ষে ছিল।
বিটিএসের চতুর্থ অ্যালবাম ‘ম্যাপ অফ দ্য সোল : সেভেন’ গত ফেব্রুয়ারির ২১ তারিখে মুক্তি পেয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ