মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনই আইএস-এর প্রতিষ্ঠাতা। তারাই জঙ্গিবাদের উত্থানের জন্য দায়ী। তিনি হিলারির নেতৃত্ব দানের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন। হিলারি বৃহস্পতিবারের নির্বাচনী প্রচারে তার বিরুদ্ধে ট্রাম্পের এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। ট্রাম্প বলেন, আইএস প্রতিষ্ঠা করেছেন বারাক ওবামাই। তিনি এ সময় ওবামাকে ‘বারাক হুসেইন ওবামা’ নামেও অভিহিত করেন। ফ্লোরিডার ফোর্ট লৌডারডেলের বাইরে এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় আইএস-এর প্রতিষ্ঠাতা হিসেবে অন্তত তিনবার প্রেসিডেন্ট ওবামার নাম উল্লেখ করেন ট্রাম্প। তিনি তার প্রতিদ্বন্দ্বী হিলারিকেও জড়িয়েছেন এর সাথে।
আইএস এবং ওবামার উদ্দেশে ট্রাম্প বলেন, অনেক ক্ষেত্রে তারা তাকে সম্মান করে। তিনিই আইএসের প্রতিষ্ঠাতা। এর আগে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে আইএস প্রতিষ্ঠার জন্য দায়ী করেন ট্রাম্প। বুধবারের বক্তব্যেও তিনি হিলারিকে জড়িয়ে বলেন, আসলে হিলারি হলেন এই আইএস-এর সহ-প্রতিষ্ঠাতা। এবার নিয়ে কমপক্ষে তিনবার আইএস প্রতিষ্ঠার জন্য ওবামা এবং হিলারিকে দায়ী করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বরাবরের মতোই বক্তব্যের পক্ষে কোন তথ্য-প্রমাণ হাজির করেননি তিনি।
মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির জন্য প্রেসিডেন্ট ওবামা ও তার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে অনেক দিন ধরে অভিযুক্ত করে আসছেন ট্রাম্প। ইরাকে ক্ষমতার শূন্যতা তৈরি করে দেয়ায় সেই সুযোগে আইএসের উত্থান হয়েছে বলে মনে করেন ট্রাম্প। ইরাক ইস্যুতে ওবামাকে কঠোর ভাষায় সমালোচনা করে ট্রাম্প ঘোষণা দেন, তিনি প্রেসিডেন্ট হলে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার করে নেবেন। তার এ বক্তব্য নিয়ে নিরাপত্তা বিশ্লেষকরা উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, এতে ইরাকের পরিস্থিতি আরো অবনতি হবে এবং আইএস জেঁকে বসবে।
এদিকে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে হোয়াইট হাউসের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে, তারা কিছু বলতে অস্বীকৃতি জানান। আইএসের প্রতিষ্ঠাতা এবং ওবামার মধ্য নাম ‘হুসেইন’ ব্যবহার করে ওবামার প্রেসিডেন্ট পদে দায়িত্ব পালনের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন ওবামাÑ এমনটিই মনে করছেন বিশ্লেষকরা। এপি, ডন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।