Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজারে ডাকাতের গুলিতে নিহত জনি একজন জনপ্রিয় কন্ঠশিল্পী

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০২০, ১১:৫৫ এএম

কক্সবাজার ঈদগাহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে নিহত জনি দে (১৮) আঞ্চলিক গানের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী।

আজ বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় ওই সড়কের ঈদগর-ঈদগাহ সড়কের হিমছড়ি ঢালার পাত্তারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে'র ছেলে।

জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি। পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে।
ডাকাত দেখে গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে জনি দে গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাহ এলাকায় বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলো। ডাকাতের গুলিতে জনির মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোক ও ক্ষোব দেখাদিয়েছে।

ঈদগাঁহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুলিতে নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ