Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

নাগরিকদের যৌনজীবন নিয়ে অনুসন্ধানে যাচ্ছে সুইডেন

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাগরিকদের যৌনজীবনের তথ্য সংগ্রহে তিন বছরের একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করতে যাচ্ছে সুইডেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্যাবরিয়েল উইকস্ট্রর্মের বরাত দিয়ে গতকাল শুক্রবার এ খবর দিয়েছে সংবাদ মাধ্যম। স্বাস্থ্যমন্ত্রী উইকস্ট্রর্ম বলেন, শুধু যৌনতা বিষয়ক সমস্যার প্রেক্ষাপটেই নয়, যৌন সুখানুভূতির দিকগুলোও বিবেচনায় নিয়ে যৌন স্বাস্থ্য নীতিমালা করা উচিত। দৈনিক ডাহেন্স নেইহেতার-এ সুইডিশ স্বাস্থ্যমন্ত্রীর লেখা একটি নিবন্ধ থেকে বিবিসি জানায়, সুইডিশরা আগের চেয়ে কম যৌনতায় মিলিত হচ্ছে বলে দেশটির কয়েকটি ট্যাবলয়েড পত্রিকার জরিপে বের হয়ে এসেছে। এই জরিপের ফল সত্য কিনা বা সত্য হলে কেন এমন হচ্ছে- অনুসন্ধান কার্যক্রম শেষে সেটি বের হয়ে আসবে ধারণা কথা জানিয়ে উইকস্ট্রর্ম লেখেন, (মানসিক) চাপ একটা সমস্যা হতে পারে। সুইডেনের নাগরিকদের যৌনজীবন নিয়ে তথ্যানুসন্ধানের এই কাজ করবে দেশটির জনস্বাস্থ্য
সংস্থা। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নাগরিকদের যৌনজীবন নিয়ে অনুসন্ধানে যাচ্ছে সুইডেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ