Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস প্রতিরোধে নতুন পরিকল্পনা

প্রকাশের সময় : ১৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অপরাধীদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার ঘোষণা জার্মানির
ইনকিলাব ডেস্ক : জার্মানি নতুন করে সন্ত্রাসবিরোধী পরিকল্পনা করেছে। এর আওতায় দ্বৈত নাগরিকত্ব থাকা জার্মানরা জঙ্গি দলগুলোর সঙ্গে যোগ দিয়ে লড়াই করলে জার্মানির নাগরিকত্ব হারাবে। স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মেজিয়া বিদেশি অপরাধীদেরকে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন। একই সাথে তিনি পুলিশে অতিরিক্ত কর্মকর্তা, হাতিয়ার এবং নজরদারি ক্ষমতা দেয়ারও ঘোষণা দেন। তবে জনসম্মুখে নারীদের বোরকা পরা নিষিদ্ধের বিষয়টি সমর্থন করেননি টমাস। এর আগে মেজিয়ার কয়েকজন রক্ষণশীল সহকর্মী নারীকে বোরকা পরা নিষিদ্ধের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু পরে এটি সমস্যা সঙ্কুল হতে পারে এবং সবকিছু নিষিদ্ধ করা যায় না বলে মত দেন তিনি। সম্প্রতি জঙ্গিদের সঙ্গে সম্পর্ক থাকা একটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলো বলছিলেন মেজিয়া। গত মাসে জার্মানির দুটো শহর জঙ্গিদের দুটো হামলায় জর্জরিত হয়েছে। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী টমাস বলেছেন, যেসব জার্মান নাগরিক অন্যান্য দেশগুলোতে জঙ্গিদের সঙ্গে লড়াই করছে কিংবা যারা তাদের সঙ্গে লড়াইয়ে অংশ নিতে পারে, তাদের দ্বৈত নাগরিকত্ব থেকে থাকলে তারা জার্মান নাগরিকত্ব হারাবে বলেই আমি প্রস্তাব করছি। কিছুদিন আগে ফ্রান্সও সন্ত্রাসী বা জিহাদিদের ফরাসি নাগরিকত্ব বাতিলের এমন একটি উদ্যোগ নিয়েছিল। তবে সেটি পার্লামেন্টের প্রক্রিয়াধীনে আসেনি। এর আগে সন্দেহভাজন উগ্রপন্থিদের খোঁজে পশ্চিম জার্মানির উত্তর রাইনে-ওয়েস্টফালিয়া রাজ্যের বেশ কয়েকটি শহরে অভিযান চালায় পুলিশ। গত বুধবার এই অভিযান চালানো হয় বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। দুইসবার্গ এবং ডর্টমন্ড শহর দুটিতেও অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে যুদ্ধ করার জন্য তরুণদের সংগ্রহ করার চেষ্টায় রত কয়েকজন ধর্মপ্রচারকের খোঁজে এই অভিযান চালানো হয় বলে জার্মানির একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বাকি সবধরনের তথ্যের জন্য কেন্দ্রীয় আইন কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে আর কোনো মন্তব্য বা তথ্য পাওয়া সম্ভব হয়নি। প্রসঙ্গত, জুলাই থেকে জার্মানিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটিতে উচ্চ সতর্কতা জারি করা রয়েছে। ওইসব হামলায় চার হামলাকারীসহ ১৫ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছেন। বিবিসি, রয়টার্স, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস প্রতিরোধে নতুন পরিকল্পনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ