প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্টান্টম্যান/অভিনেতা আসন্ন ‘মেট্রিক্স ফোর’-এ এজেন্ট জনসনের ভূমিকায় ফিরবেন ড্যানিয়েল বার্নহার্ট। তিনি নিওর ভূমিকায় কিয়ানু রিভস এবং ট্রিনিটির ভূমিকায় ক্যারি-অ্যান মসের সঙ্গে কাস্টে যোগ দিলেন। বার্নহাট ‘মেট্রিক্স রিলোডেড’ পর্বে এজেন্ট জনসনের ভূমিকায় যোগ দেন। চতুর্থ পর্বের পরিচালক লানা (ল্যারি) ওয়াচোস্কি তার বোন লিলি (অ্যান্ড্রু) ওয়াচোস্কির সঙ্গে প্রথম তিনটি ফিল্ম পরিচালনা করেন। উল্লেখ্য ওয়াচোস্কিরা লিঙ্গ পরিবর্তন করে এখন নারী হয়েছেন। এই পর্বে জ্যাডা পিঙ্কেট স্মিথ এবং ল্যাম্বের উইলসন যথাক্রমে নায়োবি এবং মেরোভিনিয়ানের ভূমিকায় ফিরবেন। যারা নতুন যোগ দিচ্ছেন তার মধ্যে আছেন ইয়াহিয়া আবদুল-মাতিন সেকেন্ড, নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউইক, জনাথান গ্রফ, টোবি অনউমেয়ার, প্রিয়াঙ্কা চোপড়া, অ্যান্ড্রু ক্যাল্ডওয়েল, ব্রায়ান জে স্মিথ এবং এলেন হলম্যান। নতুন ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন আলেকজান্ডার হিমন এবং ডেভিড মিচেল। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ‘দ্য মেট্রিক্স’ এক ডিসটোপিয়ান ভবিষ্যতের গল্প যখন মানবজাতি এক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল জগতে বন্দি হয়ে আছে। পরের দুই পর্ব ‘দ্য মেট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য মেট্রিক্স রেভোলিউশন’ ২০০৩ সালে মুক্তি পায়। ওয়ার্নার ব্রাদার্স এবং ভিলেজ রোডশো পিকচার্সের প্রযোজনায় চতুর্থ পর্ব ২০২২-এর ১ এপ্রিল মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।