Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিওকে নিয়ে উন্মুক্ত হল ‘মেট্রিক্স : রেসারেকশন্স’-এর ট্রেইলার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২১, ১২:০২ এএম

প্রথমটি মুক্তি পাবার ২২ বছর পর ফিরছে আরেকটি ‘দ্য মেট্রিক্স’ পর্ব। এবারের পর্বের নাম ‘দ্য মেট্রিক্স : রেসারেকশন্স। প্রথমে সিনেমাকনের অভ্যাগতরা ফিল্মটির ট্রেইলার দেখার সৌভাগ্য লাভ করার পর এবার সবার জন্য ভিডিও শেয়ার মাধ্যমে ট্রেইলারটি মুক্ত করা হয়েছে। ‘মেট্রিক্স’ ভক্তরা চমৎকৃত হবে নিশ্চিত করে এটি দেখার পর এবং অধীর আগ্রহ নিয়ে আগামী বছরের শেষ পর্যন্ত। আপাতত বারবার ট্রেইলার/টিজার দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে। বলার অপেক্ষা রাখে না সিনেমাকনের অভ্যাগতরা গর্ব করতেই পারে প্রথমে তারা ট্রেইলারটি দেখেছিল। ট্রেইলারে এক ঝলকে প্রিয়াঙ্কা চোপড়াকেও দেখা গেছে। ‘দ্য মেট্রিক্স : রেসারেকশন্স’ পরিচালনা করেছেন লানা ওয়াচোস্কি। এই দুটি চরিত্রই ফিল্মটিতে প্রাধান্য পেয়েছে। ট্রেলারের শুরুতে টমাস অ্যান্ডারসন ওরফে নিওকে (কিয়ানু রিভস) মনোরোগ বিশেষজ্ঞকে (নিল প্যাট্রিক হ্যারিস) বলছিল, ‘আমি স্বপ্ন দেখতাম যেগুলো শুধু স্বপ্ন নয়। আমি কি পাগল হয়ে গেছি?’ সে জানে দুনিয়াকে সবাই যেমন জানে তা সত্য নয়, তবে তার মেট্রিক্সের স্মৃতি নেই। পরে এক নারীর (মস) সঙ্গে এক কফি শপে দেখা হয়, তবে তারা পরস্পরকে চিনতে পারে না। তারপর দেখ হয় এক পুরুষের সঙ্গে (ইয়াহিয়া আবদুল-মাতিন টু) যে আসলে মর্ফিয়াসের (মূল ট্রিলজিতে লরেন্স ফিশবার্ন) আরেক রূপ। এই চরিত্রটি তার হাতে একটি লাল ক্যাপসুল তুলে দেয়। এই পর্বে জ্যাডা পিঙ্কেট স্মিথ এবং ল্যাম্বের উইলসন যথাক্রমে নায়োবি এবং মেরোভিনিয়ানের ভূমিকায় ফিরেছেন। যারা নতুন যোগ দিচ্ছেন তার মধ্যে আছেন ইয়াহিয়া আবদুল-মাতিন সেকেন্ড, নিল প্যাট্রিক হ্যারিস, জেসিকা হেনউইক, জনাথান গ্রফ, টোবি অনউমেয়ার, প্রিয়াঙ্কা চোপড়া, অ্যান্ড্রু ক্যাল্ডওয়েল, ব্রায়ান জে স্মিথ এবং এলেন হলম্যান। নতুন ফিল্মটির চিত্রনাট্য লিখেছেন আলেকজান্ডার হিমন এবং ডেভিড মিচেল। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম পর্ব ‘দ্য মেট্রিক্স’ এক ডিসটোপিয়ান ভবিষ্যতের গল্প যখন মানবজাতি এক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ডিজিটাল জগতে বন্দি হয়ে আছে। পরের দুই পর্ব ‘দ্য মেট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য মেট্রিক্স রেভোলিউশন’ ২০০৩ সালে মুক্তি পায়। ওয়ার্নার ব্রাদার্স এবং ভিলেজ রোডশো পিকচার্সের প্রযোজনায় চতুর্থ পর্ব এই বছর ২২ডিসেম্বর থিয়েটার ও ওটিটিতে মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেট্রিক্স : রেসারেকশন্স
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ