নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ওভালে টেস্টের প্রথম ২ দিনে হয়েছে দুই সেঞ্চুরি। কেনিংটন টেস্টেও প্রথম দিনে মঈন আলীর (১০৮) রানের ইনিংসে ভর করে পাকিস্তানকে প্রথম ইনিংসে ৩২৯ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। গতকাল তার জবাব আসাদ শফিকের সেঞ্চুরিতে ভালোই দিচ্ছে মিসবাহর দল। ৫২ রানে দুই উইকেট হারিয়ে চাপে থাকা পাকিস্তানকে টেনে তোলার দায়িত্ব নেন আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া শফিক। ১২টি চার আর ২টি ছক্কায় সমৃদ্ধ তার শতকটি। টেস্টে নিজের ৯ম সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দারুন সঙ্গ দিয়ে চলেছেন সতীর্থ ইউনিস খানকেও। পাক নির্ভরতার প্রতীক ইউনিসও তুলে নিয়েছেন নিজের ক্যারিয়ারের ৫১তম ফিফটি। এই হাফ সেঞ্চুরির পথে আরেকটি মাইলফলকও পেরিয়েছেনএই মিডল অর্ডার। এই ইনিংসে ৮টি চারের পথে ছুঁয়েছেন ১০০০তম বাউন্ডারির রেকর্ড। রিপোর্টটি লেখা পর্যন্ত (৭২ ওভার) ৩ উইকেট হারানো পাকিস্তানের সংগ্রহ ২৫৬। ১০২ রান নিয়ে ব্যাট করছেন শফিক, ইউনিস অপরাজিত আছেন ৬১ রানে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।