Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় অর্থ আত্মসাতের দায়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া থেকে স্টাফ রির্পোটার | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ৩:০২ পিএম

কুষ্টিয়ায় বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতার কার্ড এবং সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আত্মসাতের দায়ে আব্দুর রাজ্জাক মল্লিক নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন কুষ্টিয়া আদালত। গতকাল দুপুরে কুষ্টিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারক সেলিনা খাতুনের আদালত স্ব-প্রণোদিত হয়ে মামলাটি রেকর্ড করেন। পরে ওই আদালত কর্তৃক ইস্যুকৃত ক্রিমিনাল মিস কেস নম্বর- খোকসা ০১/২০২০ ফৌজদারি কার্যবিধির ধারা-১৯০(১)(সি) ধারায় আমলযোগ্য মামলার আদেশের কপি সংশ্লিষ্ট খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে বলে আদালত সূত্র নিশ্চিত করেছেন। আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়ার খোকসা থানাধীন গোপগ্রাম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক মল্লিকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় আদালত এ মামলা করেন। মামলা বিবরণে জানা যায়, খোকসার গোপগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বর (ইউপি সদস্য) আব্দুর রাজ্জাক মল্লিক ও তার সহযোগী ওসমান শেখ ওই ইউনিয়নের সবগুলো ওয়ার্ডের বাসিন্দাদের কাছে বয়স্ক ও মাতৃত্বকালীন ভাতার কার্ড এবং সরকারি ঘর পাইয়ে দেওয়ার কথা বলে প্রত্যেকের কাছে থেকে ৪-৫ হাজার করে টাকা নিয়েছেন। কিন্তু এইসব হত দরিদ্র মানুষের ভাগ্যে মেলেনি কার্ড। এ নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে ‘অর্থ আত্মসাৎ করলেন মেম্বর ও তার সহযোগী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আদালতের দৃষ্টিগোচর হয়। ওই মামলায় আগামী ১৯/১১/২০২০ তারিখের মধ্যে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণসহ প্রতিবেদন দাখিলের জন্য খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া গেলো। এ ব্যাপারে জানতে ওই ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি। গোপগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক মল্লিকের বিরুদ্ধে ইতোপূর্বে কোনো ব্যক্তি অর্থ আত্মসাতের অভিযোগ করেনি। তবে মূল ঘটনাটা কি সেটা আগে জানতে হবে। আমি ঢাকাতে ছিলাম যার কারণে সঠিক বিষয়টি জানি না। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা জানান, আদালত থেকে আদেশের কপি এখনো থানায় আসেনি। এলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ