Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণভোটে স্বাধীনতার বিপক্ষে রায় নিউ ক্যালেডোনিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১০:৫৮ এএম

ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া রাজ্যের বাসিন্দারা গণভোটে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছেন। গতকাল রবিবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত গণভোটে ৫৩.২৬ শতাংশ ভোটার ফ্রান্সের সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ২০১৮ সালের চেয়েও সামান্য কিছু বেশি লোক বিপক্ষে ভোট দিয়েছেন।

স্বাধীনতাপন্থীদের সহিংস আন্দোলন থামানোর জন্য ১৯৮৮ সালে ফ্রান্স দ্বীপটিতে গণভোটের প্রতিশ্রুতি দিয়েছিল। সেই চুক্তি অনুসারে এই গণভোট অনুষ্ঠিত হয়। ভোটারদের উপস্থিতি ছিল ৮১ শতাংশ। গণভোটের ফলাফল পূর্বাভাসের চেয়ে প্রতিদ্বন্দ্বিতা ছিল বেশি। ভোট শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়। তবে ফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। রাজধানী নৌমিয়াতে গাড়ি ও দোকান ভাঙচুর করা হয়। এছাড়া বেশ কয়েকটি সড়ক বিক্ষোভকারীরা বন্ধ করে দেয়।
ফল ঘোষণার পর ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এতে ফরাসি প্রজাতন্তের প্রতি আস্থা প্রকাশিত হয়েছে। আমি অনেক গর্বিত। শেষ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকার ঐতিহাসিক পদক্ষেপ নিতে পেরেছি।
নিউ ক্যালেডোনিয়াতে নিকেল পাওয়া যায় অনেক বেশি। ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাণে নিকেল গুরুত্বপূর্ণ উপাদান। দ্বীপটিকে ফ্রান্স রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ হিসেবে বিবেচনা করে।
জাতিসংঘ ঘোষিত স্বশাসিত নয় এমন ১৭টি অঞ্চলের একটি নিউ ক্যালেডোনিয়া। এই অঞ্চলগুলোতে এখনও উপনিবেশিক শাসন প্রত্যাহার সম্পূর্ণ হয়নি। সূত্র : বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউ ক্যালেডোনিয়ার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ