পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খানের চাঞ্চল্যকর হত্যাকান্ডের পর বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের করা হত্যা মামলাটি অবৈধ দাবি করে রিভিশন আবেদন করেছেন আসামিপক্ষের আইনজীবী।
গতকাল কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে আবেদনটি করেন অ্যাডভোকেট মাসুদ সালাহ উদ্দিন। তিনি আবেদনে উল্লেখ করেছেন, সিনহার বোনের মামলাটি পুরো বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না। ফলে সিনহা হত্যাকান্ডের ন্যায় ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ আছে। বিচারকার্য সঠিক ধারায় নিয়ে যেতে ২০৫ ডি সেকশন অনুসরণ করার আবেদন করেন। সিনহা হত্যা মামলার বিরুদ্ধে আসামিপক্ষের এই রিভিশন আবেদনের শুনানি আগামী ২০ অক্টোবর ধার্য্য করেছেন আদালত।
উল্লেখ্য, গত ৩১ জুলাই টেকনাফের বাহারছরা মেরিন ড্রাইভে পুলিশ চেকপয়েন্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মদ রাশেদ খান। দেশজুড়ে তোলপাড় করা এই মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপসহ ১৪ আসামি গ্রেফতার হয়েছেন। এর মধ্যে ১১ পুলিশসহ টেকনাফ বাহারছড়ার ৩ জন স্থানীয় বাসিন্দাও রয়েছেন। প্রধান আসামি ইন্সপেক্টর লিয়াকত আলীসহ প্রায় সব আসামিরা রিমান্ডে তাদের দোষ স্বীকার করেছেন এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
তবে মামলার অন্যতম প্রধান আসামি টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ মামলার তদন্ত সংস্থা র্যাবের টানা ১৫ দিনের জিজ্ঞাসাবাদে মুখ খোলেননি বলে জানা গেছে। এদিকে এতোদিন পরে চাঞ্চল্যকর এই মামলাটি অবৈধ দাবি করে আদালতে রিভিশন আবেদন করায় মামলাটি দুর্বল করার দুরভিসন্ধি বলেই মনে করছেন বাদীপক্ষ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।