Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওবামাকে ভালোবাসেন কেন মিশেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০২০, ১২:০৭ এএম


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের প্রেম নিয়ে নানা কথা প্রায় সময় মিডিয়ায় আসে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন আর মনিকার প্রেম নিয়ে তো হই চই পড়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট স্বামী বারাক ওবামার প্রতি ভালোবাসার কথা বরাবরই সবার কাছে প্রকাশ করেন স্ত্রী মিশেল ওবামা। এবার বিবাহ বার্ষিকীতেও ভালোবাসার কথা বিশেষভাবে জানান দেন তিনি। সেইসঙ্গে কেন ওবামাকে এত ভালোবাসে কয়েক বাক্যে তাও জানিয়ে দিয়েছেন। ৩ অক্টোবর ওবামা-মিশেলের বিবাহবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দেন সাবেক এই ফার্স্ট লেডি। সঙ্গে জুড়ে দেন নিজেদের একটি হাস্যোজ্জ্বল ছবিও। মিশেল লিখেন, ‘আমি বারাক ওবামাকে ভালোবাসি তার হাসি, তার চরিত্র এবং সহানুভ‚তিশীল মনের জন্য। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুবই আনন্দিত।’ তিনি আরও লিখেন, ‘এবং এই বছর, আপনাদের কাছে আমাদের অনুরোধ- এমন একজনকে খুঁজে বের করুন যিনি কখনো ভোট দেননি এবং নিশ্চিত হোন এবার যেন তারা তা করেন। এ ব্যাপারে কমেন্টে আমাদের জানান। এটি আমাদের এবারের বিবাহ বার্ষিকীর বার্তা। তোমাকে ভালোবাসি, বারাক।’ হ্যালো ম্যাগাজিন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভালোবাসেন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ