Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বায়োনিক চোখ দেখাবে পৃথিবীর রঙ-রূপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২০, ১২:১৫ এএম

মস্তিষ্কের স্নায়ুর সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম বিশ্বের প্রথম বায়োনিক চোখ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই উদ্ভাবনের ফলে দৃষ্টিপ্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবীর রঙ-রূপ। মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর্থার লোরি বলেন, ‘আমাদের ডিজাইনটি ১৭২টি লাইটস্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে, যা ব্যক্তিকে তথ্য সরবরাহ করে এবং তাকে ভেতর ও বাইরের পরিবেশে চলাচলের নির্দেশনা দেয়। এটি তাকে আশপাশের বস্তুর উপস্থিতি শনাক্তে সাহায্য করে।’ গবেষকরা জানিয়েছেন, তারা নিরাময় অযোগ্য নিউরোলজিক্যাল সমস্যায় সাহায্য করার মাধ্যমে জীবনকে আরেকটু সহজ করার উদ্দেশে তাদের এই গবেষণা কর্মকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়াসহ প্রায় ২০০ ঘণ্টার পরীক্ষা চালানো হয় ভেড়ার ওপর। সেখানে সফলতা পাওয়ায় এখন গবেষকরা বিশ্বে প্রথমবারের মতো এই বায়োনিক চোখকে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে প্রস্তুতি নিচ্ছেন। এ পরীক্ষা মেলবোর্নে পরিচালিত হবে বলে তারা আশা করছেন। ইন্ডিয়া টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বায়োনিক-চোখ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ