মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফার্স্ট লেডি মেলানিয়াসহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর এবারে তার পুনর্নির্বাচনি প্রচার শিবিরের ব্যবস্থাপক বিল স্টিপিয়েনেরও আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। প্রচার শিবিরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তিনি ফ্লু’র মতো মৃদু লক্ষণে ভুগছেন। পরিস্থিতি সম্পর্কে অবগতরা জানিয়েছেন, ৪২ বছর বয়সী স্টিপিয়েন সুস্থ হওয়ার আগ পর্যন্ত কোয়ারেন্টিনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিল স্টিপিয়েনের আক্রান্ত হওয়ার অর্থ হলো ট্রাম্প শিবিরের অন্তত তিন জন গুরুত্বপূর্ণ মানুষ এখন করোনায় আক্রান্ত। শুক্রবার সকালের দিকে করোনা আক্রান্ত হওয়ার ঘোষণা দেন রিপাবলিকান ন্যাশনাল কমিটির প্রধান রন্না ম্যাকডেনিয়েল। এর আগে আক্রান্ত হয়েছেন হোয়াইট হাউসের উপদেষ্টা হিক হোপস। উল্লেখ্য, রিপাবলিকান শিবিরের একের পর এক গুরুত্বপূর্ণ মানুষ এমন এক সময়ে করোনা আক্রান্ত হয়ে পড়ছেন যখন জনমত জরিপে প্রতিদ্ব›দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে খানিক পিছিয়ে রয়েছেন পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টায় থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পলিটিকো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।