মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা নেগেটিভ হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাইডেনের ডাক্তার কেভিন ও’কনোর। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার সকালে তাদের করোনা টেস্ট করানো হয়। নির্বাচনী বিতর্কের একদিন পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প করোনা আক্রান্ত হন। যেহেতু ট্রাম্পের সঙ্গে বিতর্কে অংশ নিয়েছিলেন জো বাইডেন সুতরাং শঙ্কা ছিল তিনিও করোনা আক্রান্ত হতে পারেন। কিন্তু শুক্রবার তিনি ও তার স্ত্রী পিসিআর টেস্ট করান। সেখানে দুজনেই নেগেটিভ হন। এ বিষয়ে ডাক্তার কেভিন ও’কনোর বলেন, ‘আজ শুক্রবার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও ডা. জিল বাইডেনের করোনাভাইরাসের পিসিআর টেস্ট করা হয়। এই টেস্টে তাদের শরীরে করোনা ধরা পড়েনি।’ বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এই টুইট বার্তায় বাইডেন জানান, আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমি ও জিল করোনা নেগেটিভ হয়েছি। যারা আমাদের জন্য দুশ্চিন্তায় ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। আমি সকলকে মনে করিয়ে দিতে চাই যে: মাস্ক পরিধান করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ও নিয়মিত হাত ধৌত করুন। যেহেতু বাইডেন করোনা নেগেটিভ হয়েছেন সেহেতু আজ থেকেই তিনি তার নির্বাচনী প্রচারণা ও কর্মকান্ড চালিয়ে যেতে পারবেন। খবর সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।