Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাসপাতাল থেকে ট্রাম্পের টুইট ‘ভালই আছি, ধন্যবাদ’ ক্ষমতা হস্তান্তর করেননি ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ২:৫৮ পিএম

হাসপাতালে ভর্তি হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার দিনশেষে টুইট করেছেন। তাতে জানিয়েছেন, তিনি ভাল আছেন। টুইটে তিনি লিখেছেন, ‘মনে হচ্ছে ভালই আছি। সবাইকে ধন্যবাদ। ভালবাসা!!!’ এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের করোনা পজেটিভ ধরা পড়ার পর ট্রাম্পকে পরীক্ষামুলকভাবে ককটেল ইনজেকশন প্রয়োগ করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। হোয়াইট হাউজের কমিউনিকেশন বিষয়ক পরিচালক অ্যালিসা ফারাহ বলেছেন, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে ক্ষমতা হস্তান্তর করেননি ট্রাম্প। তিনিই প্রেসিডেন্টের চার্জে আছেন।
তবে শুক্রবারে সিনিয়রদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের দায়িত্ব তিনি মাইক পেন্সকে দিয়েছেন। তাতে সভাপতিত্ব করার কথা মাইক পেন্সের। যুক্তরাষ্ট্রের সংবিধানের অধীনে যদি প্রেসিডেন্ট এতটাই অসুস্থ হন যে, তিনি দায়িত্ব পালন করতে পারছেন না, তাহলে অস্থায়ীভিত্তিতে তিনি ভাইস প্রেসিডেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারেন। বিবিসি লিখেছে, এর অর্থ হলো ট্রাম্প সুস্থ না হওয়া পর্যন্ত এবং কাজ শুরু না করা পর্যন্ত ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে মাইক পেন্স দায়িত্ব পালন করতে পারবেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলি ম্যাকইনানি এক বিবৃতিতে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প বেশ প্রফুল্ল আছেন। তার হালকা লক্ষণ দেখা দিয়েছে। সারাদিন তিনি কাজ করেছেন। পূর্ব সতর্কতা হিসেবে তার চিকিৎসক ও মেডিকেল বিশেষজ্ঞদের পরামর্শে তিনি আগামী কয়েক দিন ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ অব্যাহত রাখবেন। তার এবং ফার্স্টলেডির প্রতি ব্যাপক সমর্থনের জন্য ট্রাম্প ধন্যবাদ জানিয়েছেন। বিবিসির মার্কিন অংশদার সিবিএস নিউজের মতে, প্রেসিডেন্ট ট্রাম্পের অল্প মাত্রায় জ্বর এসেছে।
ওদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র এক মাসের সামান্য বেশি সময় বাকি। এ সময়ে ৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ট্রাম্প করোনায় আক্রান্ত। তার এই বয়সটি করোনা ভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ সময়ে তাকে ন্যূনতম হলেও কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিতে হবে। এর ফলে প্রেসিডেন্ট নির্বাচনে তাকে এখন প্রতিযোগিতার কৌশল পরিবর্তন করতে হবে। তিনি যদি কোয়ারেন্টিনের রীতি অর্থাৎ ১৪দিন কোয়ারেন্টিনে থাকেন, তাহলে মাঠ গরম রাখা তার জন্য কঠিন হতে পারে। আবার তিনি আক্রান্ত হওয়ার কারণে মার্কিন জনগণের সহানুভূতিও পেতে পারেন। তা নির্বাচনের পালে হাওয়া দিতে পারে, যেমনটা সুবিধা পেয়েছিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনিও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। ফলে বৃটেনে ব্যাপক সমর্থন পেয়েছেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের সফরে যাওয়ার কথা মিনেসোটা, পেনসিলভ্যানিয়া, ভার্জিনিয়া, জর্জিয়া, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনাতে। কিন্তু তা এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এদিকে ট্রাম্পের সাবেক উপদেষ্টা কেলিয়ানি কনওয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইটে গতকাল শুক্রবার তিনি নিজেই এ কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার লক্ষণ হালকা (হালকা কাশি আছে)। তবে আমি সুস্থ বোধ করছি। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে আমি কোয়ারেন্টিন প্রক্রিয়া শুরু করেছি।’ এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ