Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গণঅভ্যুত্থানের জন্য আন্দোলন করতে হবে

ভার্চুয়াল সভায় রব

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:১৩ এএম

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, হত্যা এবং ধর্ষণের ভয়াবহতা যেভাবে সমগ্র সমাজে প্রতিনিয়ত বিস্তার লাভ করছে তাতে সমগ্র জাতি এখন আতঙ্কিত। রাষ্ট্র নারী ও শিশুদের ধর্ষণ ও ধর্ষণের শিকারদের সামাজিক সুরক্ষা দিতে পারছে না। গতকাল জেএসডির জাতীয় পরিষদের ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার বিষয়টিও জোরালো হচ্ছে না। ফলে হত্যা-ধর্ষণ প্রতিরোধে সরকারের ব্যর্থতায় সমগ্র জাতি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তিনি বলেন, ঔপনিবেশিক শাসন ব্যবস্থা দিয়ে আর গণমুখী রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব হবে না। এখন আন্দোলন করতে হবে শাসন ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। একই সাথে শাসক এবং শাসন ব্যবস্থা বদল করতে হবে। আন্দোলন হবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। আন্দোলনের রূপ হবে গণঅভ্যুত্থানমূলক। গণআন্দোলন, গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থানের জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করাই হবে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক করণীয়।সভায় আরও বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, সা কা ম আনিসুর রহমান খান, আব্দুস সালাম, বাবু হীরালাল চক্রবর্তী, হাসিনা রওনাক, মহুয়া কুদরত, আমিন উদ্দিন বিএসসি, মীর জিল্লুর রহমান, ফকির শওকত, ব্যারিস্টার ফারাহ খান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণঅভ্যুত্থান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ