Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্ষসেরা লেভান্দোভস্কির ‘বিস্ময়কর’ অনুভূতি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:১৭ এএম

ক্লাব সতীর্থ ম্যানুয়েল নয়্যার ও কেভিন ডি ব্রুইনকে পেছনে ফেলে প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন বায়ার্ন মিউনিখের রবের্ত লেভান্দোভস্কি। গতপরশু রাতে সুইজারল্যান্ডের জেনেভায় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে ইউরোপের সেরা খেলোয়াড় হিসেবে পোলিশ ফরোয়ার্ডের নাম ঘোষণা করা হয়। ৪৭৭ ভোট পেয়ে সেরা হয়েছেন লেভান্দোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরের সেরা মিডফিল্ডার হওয়া ম্যানচেস্টার সিটির ডি ব্রুইন পেয়েছেন ৯০ ভোট। আর সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা নয়্যার বর্ষসেরার লড়াইয়ে পেয়েছেন ৬৬ ভোট। লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ ও লাইপজিগের ইউলিয়ান নাগেলসমানকে পেছনে ফেলে সেরা কোচের প্ররস্কারও উঠেছে বায়ার্নের হান্স ফ্লিকের হাতে। বায়ার্নের ষষ্ঠ চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অগ্রণী ভূমিকা ছিল লেভান্দোভস্কির। আসরে সর্বোচ্চ ১৫টি গোল করেন পোলিশ তারকা। দলটির বুন্দেসলিগা ও জার্মান কাপ জয়েও বড় অবদান ছিল তার। সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করেন এই পোলিশ স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলে ইউরোপের সেরা পাঁচ লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে গত মৌসুমে ১৬টি গোল বেশি করেন লেভান্দোভস্কি। এছাড়া নারী ফুটবলে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চেলসির ডেনিশ খেলোয়াড় পেরনিলে হারদার।

গত মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতার গ্রুপ পর্বে অংশ নেওয়া ৮০ দলের কোচ (চ্যাম্পিয়ন্স লিগের ৩২ দল ও ইউরোপা লিগের ৪৮ দল) ও ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়ার নির্ধারিত ৫৫ জন সাংবাদিকের ভোটে গত সপ্তাহে তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে উয়েফা। ২০১১ সাল থেকে পুরস্কারটি দেওয়া শুরুর পর থেকে এবারই প্রথম তিন জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ৩২ বছর বয়সী লেভান্দোভস্কি। প্রথমবারেই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে বিস্ময়কর এক অনুভূতিতে ভাসছেন পোলিশ তারকা। পাশাপাশি এই অর্জনে সহায়তার জন্য কোচ, সতীর্থ ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জেনেভায় পুরস্কার গ্রহণ করার পর নিজের অনুভূতির কথা সেখানেই জানান লেভান্দোভস্কি, ‘এটা বিস্ময়কর এক অনুভূতি। কারণ, কঠোর পরিশ্রমের পর এই ট্রফি বিশেষ কিছু। আমার সতীর্থ ও কোচদের ধন্যবাদ, যারা এখানে পৌঁছাতে আমাকে সহায়তা করেছে। একই সঙ্গে আমার পরিবারকেও ধন্যবাদ আমাকে অনেক সমর্থন দেওয়ার জন্য, যা খুবই গুরুত্বপূর্ণ।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ষসেরা-লেভান্দোভস্কি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ