Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তাসকিন-তাইজুলে হাঁসফাঁস ব্যাটিং

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:১৭ এএম

শ্রীলঙ্কা সফর স্থগিতের হতাশা কিছুটা হলেও কাটিয়ে ওঠার এক উপলক্ষ এনে দিল বিসিবি। স্কিল ক্যাম্পে থাকা ক্রিকেটারদের দুই দলে ভাগ হয়ে ম্যাচের আদলে হলো প্রস্তুতি। তবে এখানেও ছিল নতুনত্ব। দলদুটির দায়িত্বে দুই কোচ ওটিস গিবসন ও রায়ান কুক। আর না খেলে ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুই দিনের ম্যাচটির প্রথম দিন বল হাতে ছড়ি ঘুড়িয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। কুক একাদশের এই দুই বোলার নিয়েছেন মোট তিনটি করে উইকেট। মোহাম্মদ মিঠুনও নিয়েছে দুই উইকেট। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে গিবসন একাদশের হয়ে ফিফটির দেখা পেয়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। সাইফ সর্বোচ্চ ৬৪ ও সৌম্যর ব্যাট থেকে এসেছে ৫১ রান। এদিন খেলা হয়েছে মোট ৬৩.৪ ওভার। আর তাতেই অলআউট হয়ে গেছে গিবসন একাদশ। দিনের নাটকীয় শেষ সেশনে ৫ ওভারের মধ্যে শেষ ৫ উইকেট হারায় দলটি। ফলে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২৩০ রানেই থামে গিবসন একাদশের প্রথম ইনিংস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাঁসফাঁস-ব্যাটিং
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ