মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনা বিষয়ে ব্রিটিশ সরকারের বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত প্রধানমন্ত্রী বরিস জনসনের পিতা স্ট্যানলে জনসন দুঃখ প্রকাশ করেছেন। ফলে তাকে বিধি ভঙ্গের দায়ে জরিমানা করা হচ্ছে না। এর আগে ব্রিটিশ মিডিয়ায় খবর প্রকাশিত হয় যে, তিনি মুখে মাস্ক না পরে কেনাকাটা করার জন্য তাকে ২০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। কিন্তু তিনি প্রথমবার এই বিধি ভঙ্গ করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন বলে পুলিশ তাকে ছাড় দিচ্ছে। সরকার একই স্থানে ৬ জনের বেশি জড়ো হওয়ার বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করেছে। মুখে মাস্ক পরতে নির্দেশ দিয়েছে সবাইকে। কিন্তু এরই মধ্যে মঙ্গলবার পশ্চিম লন্ডনে একটি দোকানে বরিস জনসনের পিতা স্ট্যানলে জনসনকে মুখে মাস্ক ছাড়া কেনাকাটা করতে দেখা যায়। এ ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে ব্রিটিশ মিডিয়ায়। বলা হয়, ৭৯ বছর বয়সী স্ট্যানলেকে ২০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। এ অবস্থায় তার পক্ষ নেয়নি প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রিট। সেখান থেকে জানিয়ে দেয়া হয়েছে, প্রধানমন্ত্রী বিশ্বাস করেন, সামাজিক দূরত্বের বিধি মানা উচিত ছিল তার পিতার। ওদিকে ঝামেলায় পড়তে পারেন বিরোধী লেবার দলের সাবেক নেতা জেরেমি করবিন। ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।