মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের জনপ্রিয় একজন তারকাকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। এ সময় লাইভ স্ট্রিমিংয়ে ছিলে লামু নামের ওই তরুণী। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৪ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে। লামু লাইভ স্ট্রিমিংয়ে আসার সময় দরজা ভেঙে তার ঘরে ঢুকে পড়ে সাবেক স্বামী। এ সময় তার হাতে ছিল ছুরি ও পেট্রোল। চীনের সিনচুয়ান কাউন্টি কর্তৃপক্ষ জানায়, হামলার পর তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর শিচুয়ান প্রাদেশিক হাসপাতালে স্থানান্তর করা হয়। তার শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল। সেখানে ৩০ সেপ্টেম্বর মারা যান তিনি। খবরে বলা হয়, ৩০ বছর বয়সী লামু চীনের টিকটক ভার্সন ডুইনের একজন জনপ্রিয় তারকা ছিলেন। প্ল্যাটফর্মটিতে তাকে অনুসরণ করত কয়েক লাখ ফলোয়ার। ছোট ছোট ভিডিও ক্লিপ পোস্ট করে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। লামুর মৃত্যুর ঘটনায় চীনে নারীর ওপর সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ হয়েছে। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।