Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইন্ডিয়া গেটে ১৪৪ ধারা জারি, সমাবেশ নিষেধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ অক্টোবর, ২০২০, ১২:২৭ এএম

দিল্লি পুলিশ জানিয়েছে, ১১৪ ধারা জারি থাকার কারণে ইন্ডিয়া গেটের চারপাশে কোনো সমাবেশ করা যাবে না। অবশ্য যন্তর মন্তরে একশজনের বেশি লোকের জমায়েত করা যাবে। তবে সেটা করা যাবে আগে থেকে অনুমতি নেওয়া সাপেক্ষে। এদিকে হাথরাসে দলিত তরুণীকে নির্যাতন ও গণধর্ষণের অভিযোগ নিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। এ ঘটনায় চলতি বছরের ১২ অক্টোবর শুনানির জন্য জেলাসহ রাজ্য সরকার ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব, পুলিশ প্রধান, অতিরিক্ত পুলিশ মহাপরিচালক, হাথরাসের জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারকে তলব করেছে এলাহাবাদ হাইকোর্ট। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করার কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে উত্তরপ্রদেশ পুলিশ রাহুলকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় এবং জনসমাবেশে নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে তাদের আটক করে। তবে সন্ধ্যার দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। হাথরাসে ধর্ষণের পর নিহত তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার জন্য দিল্লি থেকে রওনা হয়েছিলেন সাবেক কংগ্রেস প্রধান রাহুল গান্ধী। সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা, লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী প্রমুখ। যদিও হাথরাস থেকে ১৪০ কিলোমিটার দূরে নয়ডার কাছেই রাহুলদের আটকে দেয় পুলিশ। রাহুল গান্ধীর দাবি, নয়ডায় পুলিশ তাকে ধাক্কা দিয়েছে এবং মহাসড়ক দিয়ে হাথরাসের দিকে পদযাত্রার সময় প্রিয়াঙ্কাসহ তাদের দলের ওপর লাঠিপেটা করেছে উত্তরপ্রদেশ পুলিশ। আগে থেকেই রাহুল-প্রিয়াঙ্কা ঘোষণা করেছিলেন হাথরসে যাওয়ার কথা। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইন্ডিয়া-গেট
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ