বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একদিনে সিলেট বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন মাত্র ১৫ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু নেই এ ভাইরাসে। এমনকি গত ৩দিনেও এ রোগে মারা যাননি কেউ। ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হওয়া ১৫ জনের মধ্যে সিলেট ১৪ ও মৌলভীবাজারের ১ জন।
অপরদিকে করোনা থেকে সেরে উঠেছেন ৪১ জন বিভাগে। এর মধ্যে সিলেট ২৮ ও সুনামগঞ্জের ১৩ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্র জানায়, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৬৮৫ জনের মধ্যে সিলেট ৬৮৮৪, মৌলভীবাজার ১৭০৩, সুনামগঞ্জে ২৩৪৫ ও হবিগঞ্জে ১৭৫৩ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৬১ জন আজ। এর মধ্যে সিলেটে ৫০, মৌলভীবাজারে ৩ সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জে ৫ জন। এদিকে, বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হওয়া ৪১ জনকে নিয়ে এ পর্যন্ত১০৫৬৭ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৪৮৬, মৌলভীবাজারে ১৫৮৮, সুনামগঞ্জে ২১৬৭ ও হবিগঞ্জে ১৩২৬ জন। বিভাগে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২১৮ জন। এর মধ্যে সিলেট ১৫৭, সুনামগঞ্জে ২৫, মৌলভীবাজারে ২১ ও হবিগঞ্জে ১৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।