পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসচাপায় মাহমুদুন্নবী চৌধুরী (৫১) নামের আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। গতকাল সকাল ১১টার দিকে ফ্লাইওভারের যাত্রাবাড়ী টোল প্লাজার কাছাকাছি এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুন্নবী চৌধুরী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহসম্পাদক ছিলেন। ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন। গত সংসদ নির্বাচনে তিনি দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর আসন থেকে দলের মনোনয়ন চেয়েছিলেন। তবে মনোনয়ন পাননি। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের পূর্ব হোসেনপুর গাছুয়া পাড়ায়। দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে ঢাকার ডেমরা সানারপাড় চৌরাস্তা এলাকায় বসবাস করতেন তিনি। ঢাকার আজিমপুর, পল্লবী ও শনির আখড়ায় তার নিজস্ব বাড়ি রয়েছে। বর্তমানে তিনি ঠিকাদারি করতেন।
গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া জানান, গতকাল সকাল ১১টার দিকে বৃষ্টি হচ্ছিল। মাহমুদুন্নবী চৌধুরী মোটরসাইকেল যোগে শনির আখড়ার দিকে যাচ্ছিলেন। তখন সাগরিকা পরিবহনের একটি যাত্রীবাহী মিনিবাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের দাবি অনুযায়ী, মাহমুদুন্নবীর লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি।
এদিকে মাহমুদুন নবী নিজ গ্রামে মৃত্যও সংবাদটি পৌঁছানো মাত্রই স্বজন ও বন্ধু-বান্ধবদের আহাজারী ও সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। পরিবার সুত্রে জানা যায়, লাশটি গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আজ বাদ জুম্মার পর জানাযা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।