Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠে ফেরার স্বস্তি রনির

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৩ এএম

করোনার কারণে সারা দেশের ক্রীড়াঙ্গণ যখন বন্ধ তখন সবার আগে এগিয়ে আসছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। মুজিব বর্ষ উপলক্ষে এ সংস্থা আয়োজন করতে যাচ্ছে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট। সিজেকেএস’র মরহুম চার সাধারণ সম্পাদকের নামে দলের নামকরণ করা হয়েছে ডা: কামাল এ খান, আবু তাহের (পুতু), এস এম কামাল উদ্দিন এবং রফিক আহমদ চৌধুরীর নামে। এ টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগামী ৯ অক্টোবর এমএ আজিজ স্টেডিয়ামে। এতে অংশ নেবে কেবল চট্টগ্রামের ফুটবলাররাই। যেখানে থাকবেন জাতীয় দল, বাংলাদেশ লীগ, চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ এবং প্রথম বিভাগ ফুটবল লীগে খেলা ফুটবলাররা। এ উপলক্ষে গতকাল অংশগ্রহণকারী এস এম কামাল উদ্দিন একাদশের অধিনায়ক, ম্যানেজার ও প্রশিক্ষকের সাথে সাংবাদিকদের এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কর্মকর্তারা দলের প্রস্তুতি প্রসঙ্গে বলেন, দীর্ঘদিন খেলাধুলার বাইরে থাকা ফুটবলাররা এ টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের ফিটনেস ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে দেশে সবার আগে কোন টুর্নামেন্ট আয়োজন করে খেলাধুলাকে মাঠে নামাতে পারাটাই সবচাইতে বড় স্বস্তি মনে করেন কর্মকর্তারা। দলের অধিনায়ক জাতীয় দলের খেলোয়াড় সাখাওয়াত রনি বলেন, দল গঠনের পর খেলোয়াড়রা তেমন অনুশীলন করতে পারেনি। তারপরও আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিজেকেএস নির্বাহী কমিটির সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্য-সচিব মোহা: শাহ জাহান, ম্যানেজার এ এস এম সাইফুদ্দীন চৌধুরী, প্রধান প্রশিক্ষক হায়দার কবির প্রিন্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বস্তি-রনির
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ