Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজেকে অপরাধী ভাবেন শুভাগতহোম

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বেঙ্গালুরুতে ভারতকে বাগে পেয়েও টি-২০ বিশ্বকাপে হারাতে পারেনি বাংলাদেশ। শেষ তিন বলে যখন দলের দরকার মাত্র ২ রান, তখন পর পর ২ বলে লং অনে ক্যাচ দিয়ে ফিরেছেন মুশফিক, মাহামুদুল্লাহ। সিঙ্গল, ডাবলের পরিবর্তে উচ্চাভিলাসী শটে ওই দুই সিনিয়রের উইকেট বিলিয়ে দেয়ায় কম সমালোচনা হয়নি। তারা দু’জনই করেছেন দুঃখপ্রকাশ, জাতির কাছে চেয়েছেন ক্ষমা। তবে হারদিক পান্ডের শেষ বলে ২ রানের প্রয়োজনটা মেটাতে পারেননি, তার জন্য কম দায়ী নন শুভাগতহোমও। হারদিক পান্ডের ওই বলে ব্যাটই যে লাগাতে পারেননি তিনি। ওই ঘটনায় এখনো নিজেকে অপরাধী ভাবেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটারÑ ‘খারাপ লাগারই কথা। আমি ছিলাম শেষ ব্যাটসম্যান। এই অবস্থায় ম্যাচটা হেরে যাওয়াতে নিজেকে অপরাধী মনে হওয়াটাই খুব স্বাভাবিক।’ এ ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়েনি বলে কিংকতব্যমিবুঢ় ছিলেন বলে মনে করছেন শুভাগতহোমÑ ‘পরিস্থিতি হ্যান্ডেল করা একটু কঠিন ছিল আমার জন্য। কারণ আমি শুরুতে ব্যাটসম্যান, তারপর স্পিনার, তারপরে মিডেল অর্ডার।’ সাবেক প্রধান নির্বাচকের বিশেষ পছন্দের কারণে অফ স্পিন অল রাউন্ডার ক্যাটাগরিতে খেলেছেন ৭ টেস্ট। ওয়ানডে দিয়ে ক্যারিয়ার শুরু হলেও ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচে ৪ ম্যাচেই থামতে হয়েছে। এমন এক ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে খেলবেন, অতোটা আশা নাকি করেননি তিনিÑ ‘অবশ্যই আমি আশা করিনি এই সিচুয়েশনে বা এই মুহূর্তে দলে জায়গা পাব। কিন্তু এত হঠাৎ করে কল আসবে আশা করিনি।’
টি-২০ বিশ্বকাপেরও ওই দুর্বিষহ পরিস্থিতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাকের স্বপ্ন দেখছেন শুভাগতহোমÑ ‘ওটা ছিল টি-২০ ফরম্যাট। এখন টেস্ট, ওয়ানডে, দুটি ভিন্ন ফরম্যাটে খেলা। টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটা অবশ্যই বাজে একটি ঘটনা ছিল। তা কাটিয়ে আমার নতুন করে শুরু করতে চাই। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে হয়ত আবার ক্যামব্যাক করতে পারবো।’
বিসিএলে পারফর্ম করে টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান এই অল রাউন্ডারÑ ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের আগে আমাদের বিসিএল আছে। এখানে আমরা প্রস্তুতি নিতে পারব আমরা। চেষ্টা করছি সব ডিপার্টমেন্টে ভালো করতে। আমার কাজ হচ্ছে পারফরম্যান্স করা। যে ফরম্যাটে সুযোগ পাব, চেষ্টা করব সেরাটা দিতে।’
কম্বিনেশনের কারণে জাতীয় দলে নিজের পজিশনটা এখনো স্থির হয়নি। তবে ব্যাটিংয়ে নিজের প্রিয় পজিশন মিডল অর্ডার, তা জানিয়েছেন শুভাগতহোমÑ ‘মিডেল অর্ডার ব্যাটিংয়ে আমি স্বাচ্ছন্দ পাই। তো টিমের কম্বিনেশনের কারণে এখন আমাকে নিচের দিকে ব্যাটিং করতে হচ্ছে। স্পিনার হিসেবে প্রধান ভুমিকা রাখতে হচ্ছে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিজেকে অপরাধী ভাবেন শুভাগতহোম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ