Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তান নৌবাহিনীর প্রধান হচ্ছেন নিয়াজি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ অক্টোবর, ২০২০, ১২:০৬ এএম

চৌকস নেভাল অফিসার ভাইস এডমিরাল আমজাদ খান নিয়াজিকে পাকিস্তান নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে ঘোষণা করেছে পাকিস্তান সরকার। তার নিয়োগ অনুমোদেন করেছেন প্রেসিডেন্ট আরিফ আলভি। ভাইস এডমিরাল নিয়াজি ৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি বিদায়ী এডমিরাল জাফর মাহমুদ আব্বাসির স্থলাভিষিক্ত হবেন। পাকিস্তানী সংবাদ মাধ্যমের খবরে বলা হয় যে, গত বছর ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে অচলাবস্থা তৈরির পর মার্চ মাসে পাকিস্তানের পানিসীমায় ভারতীয় সাবমেরিন শনাক্তকারী দলের নেতৃত্বে ছিলেন নিয়াজি। গত বছরই তিনি ভাইস এডমিরাল হিসেবে পদোন্নতি পান। ১৯৮৩ সালে তিনি নৌবাহিনীতে কমিশন লাভ করেন এবং সোর্ড অনারের অধিকারীর হন। কমান্ড অ্যান্ড স্টাফ নিয়োগের ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তার কমান্ড নিয়োগের মধ্যে রয়েছে পিএনএস বদর-এর কমান্ডিং অফিসার, পিএনএস তারিকের কমান্ডিং অফিসার, ১৮তম ডেস্ট্রয়ার স্কোয়াড্রনের কমান্ডিং অফিসার, পিএনএস বাহাদুরের কমাড্যান্ট এবং লাহোরে পাকিস্তান নেভি ওয়্যার কলেজের কমাড্যান্ট। আর স্টাফ নিয়োগের মধ্যে ছিলো ডাইরেক্টর অব নেভাল অপারেশন, নৌবাহিনী প্রধানের মুখ্যসচিব, নৌ গোয়েন্দা বিভাগের মহা পরিচালক, ডেপুটি চিফ অব নেভাল স্টাফ (প্রশিক্ষণ ও ম‚ল্যায়ন) ও চিফ নেভাল ওভারশিয়ার (চীন)। জিভিএস, এসএএম।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ