Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রিও’তে দারুণ সুচনা সিদ্দিকুরের

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোটর্স রিপোর্টার : রিও অলিম্পিকের গলফ ডিসিপ্লিনের প্রথম রাউন্ডে দারুণ সুচনা করেছেন বাংলাদেশের কৃতি গলফার সিদ্দিকুর রহমান। গতকাল রিও অলিম্পিক গলফ কোর্সে শুরু হয়েছে প্রথম রাউন্ডের খেলা। এদিন লড়াইয়ে নেমে সিদ্দিকুর এই রিপোর্ট লেখা পর্যন্ত নবম হোলের খেলা শেষে বিরতিতে ছিলেন। এই হোলের পার ৩৫ শটের হলেও তিনি খেলেছেন ৩৪ শট। এর আগে প্রথম চার হোলে সিদ্দিকুর পারের খেলা শেষ করেন। তিনি প্রথম হোলে ৫, দ্বিতীয় হোলে ৬, তৃতীয় হোলে ৪, চতুর্থ হোলে ৩ ও পঞ্চম হোলে ৪টি শট নেন। পারের সমান তিন শটে সিদ্দিকুর তার ষষ্ঠ হোলের খেলা শেষ করেন। এর মধ্যে চতুর্থ হোলে একটি শট কমে খেলেছেন বাংলাদেশের কৃতি গলফার। দ্বিতীয় হোলে দুই শট বেশি খেলেন তিনি। এবং অষ্টম হোলে পারের চেয়ে এক শট কম খেলেন প্রথম বাংলাদেশী হিসেবে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ পাওয়া সিদ্দিকুর রহমান।
মেসির বাইসাইকেল কিক
স্পোর্টস ডেস্ক : ডি বক্সের বাঁ প্রান্তে ইনিয়েস্তার ভাসানো বল বুক দিয়ে দখলে নিয়েছেন ঠিকই, কিন্তু প্রতিপক্ষ খেলোয়াড়দের বাধায় গোলে শট নেওয়ার কোন রাস্তা ছিল না। ফলে, বাইসাইকেল কিকে মাথার ওপর দিয়ে বল ভাসিয়ে দিলেন ডি বক্সের সামনে ওঁৎ পেতে থাকা সুয়ারেজকে। সুয়ারেজের হেডার খুঁজে নিলো ইতালিয়ান প্রতিপক্ষ সাম্পদরিয়ার জাল। পরশু ন্যু ক্যাম্পে এমন অসাধারণ চোখ ধাঁধানো এ্যাসিস্ট এছাড়াও জোড়া গোল করেন লিওনেল মেসি। বিরতির আগে করা তার দ্বিতীয় গোলটি ছিল পরিচিত সেই ফ্রি-কিক থেকে। সাম্পদরিয়ার হয়ে দুই অর্ধে দু’টি গোল শোধ দেন লুইস মুরিয়েল ও আন্তে বুদিমিরা। সব মিলে ৩-২ ব্যবধানে জিতে জন গাম্বার ট্রফি দখলে নেয় বার্সেলোনা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিও’তে দারুণ সুচনা সিদ্দিকুরের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ