নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : দলীয় ২৩ রানে হালেসকে ফেরার (৬) সোহেল খান, কিছুটা লড়াই করলেও আমিরের সামনে বেশিক্ষণ টেকেনি কুকের লড়াই, ইংল্যান্ড অধিনায়ক থেমেছেন ৩৫ রানে, জো রুটও বাড়াতে পারেন নি দলীয় রান; ওয়াহাব রিয়াজের তোপে তাকেও থামতে হয়েছে ২৬ রানে, এই পেসারের গতির সামনে টিকতে এলেন আর গেলেন জেমস ভিন্স (১) ও গ্যারী ব্যারান্স (৮)- গতকাল সকালে ওভালের চিত্রনাট্যটি বোলারদের দক্ষ হাতে নিজেরাই লিখছিলো পাকিস্তান। কিন্তু বোয়ারস্টে আর মঈন আলী এসেই যেন মোড় ঘুরিয়ে দিলেন সিরিজের চতুর্থ টেস্টের। ওয়াহাব, আমির, সোহেলদের ভালেই সামলেছেন এই দুই মিডল ওর্ডার। নিজের ফিফটি তুলে (৫৫) বেয়ারস্টো বিদায় নিলেও ক্রিস ওকসের ৪৫ রানের ঝড়ে ইনিংসে রিপোর্টটি লিখা পর্যন্ত (৬৭ ওভার) ৭ উইকেট হারানো স্বাগতিকদের সংগ্রহ ২৮২। সেঞ্চুরি থেকে মাত্র ১৬ রান দূরে দাঁড়িয়ে দলকে একাই টেনে নিয়ে যাচ্ছেন মঈন (৮৪), তাকে সঙ্গ দেয়া দিচ্ছেন ব্রড (০)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।