বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত হয়েছে নতুন করে আরও ৩৬ জনের শরীরে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে করোনা শনাক্ত হয়েছে তাদের। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে শনাক্ত ৮ জনের মধ্যে রয়েছেন সিলেটের ৪জন, মৌলভীবাজারের ২জন, সুনামগঞ্জের ১ জন আর হবিগঞ্জের ১জন। অপরদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮ জনের। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৪, হবিগঞ্জের ৬, মৌলভীবাজারের ৯ ও সিলেটের ৯ জন। বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৭ জনে। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০৩ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ২১৮ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।