Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানির নিচে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রামে অপরিবর্তিত বন্যা পরিস্থিতি

কুড়িগ্রাম জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল মঙ্গলবার সকালে ধরলা নদীর পানি কিছুটা কমলেও বিপৎসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়ছে তিস্তায় ও ব্রহ্মপুত্র নদে। ফলে দেড় শতাধিক চর ও চর সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকায় দিনমজুররা প্রায় ৩ মাস ধরে টানা কর্মহীন থাকায় দেখা দিয়েছে খাদ্য সঙ্কট। প্রকট হয়েছে গোখাদ্যের সঙ্কটও।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা, ভাঙামোড়, কুড়িগ্রাম সদরের হলোখানা, ভোগডাঙা, পাঁচগাছি, মোগলবাসা, রাজারহাট উপজেলার ছিনাই, বিদ্যানন্দ, উলিপুর উপজেলার সাহেবের আলগা, বেগমগঞ্জ, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে জানা গেছে, ধরলা ও ব্রহ্মপুত্র নদের অববাহিকায় চর ও দ্বীপচরের বানভাসী প্রায় অর্ধলক্ষাধিক মানুষের কষ্ট এখনও রয়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানি সঙ্কট। তাছাড়া চর গুলোতে বন্যার পানি থাকায় গবাদি পশু নিয়ে এখানকার মানুষজন পড়েছেন সঙ্কটে। খড় ও গোখাদ্যের দাম বেশি হওয়ায় দেখা দিয়েছে গোখাদ্য সঙ্কট। কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক শামসুদ্দিন মিঞা জানান, বন্যায় জেলার ১৮ হাজার ৪৫০ হেক্টর জমির ফসল বন্যার পানিতে ডুবে আছে। এরমধ্যে ১৭৩৩৫ হেক্টর রোপা আমন ৬৫৫ হেক্টর মাশকালাই, ৩৫০ হেক্টর শাকসবজি, ৮০ হেক্টর চিনাবাদাম রয়েছে।
এদিকে, জেলার বিভিন্ন নদনদীতে তীব্র ভাঙন অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সদর উপজেলার হলোখানা ইউপির শুভারকুটি এলাকার পাঙারচরে পানি উন্নয়ন বোর্ডের শহররক্ষা বাঁধের ৩০০ মিটারের প্রায় ৫০ মিটার ধ্বসে গিয়েছে। ফলে এ এলাকার হাজার হাজার মানুষ নদী ভাঙনের আতঙ্কে রয়েছেন। জানিয়েছেন কুড়িগ্রাম সদরের হলোখানা ইউপির চেয়ারম্যান উমর ফারুক।
উলিপুর উপজেলার বজরা ইউপির চেয়ারম্যান ও কুড়িগ্রাম সদরের হলোখানা ইউপির চেয়ারম্যান জানান, তিস্তা ভাঙনে গোড়াই পিয়ার, চর বজরা, ধরলার ভাঙনে সারডোব ও জগমোহনের চরসহ বিভিন্ন এলাকায় নদ-নদীর ভাঙন আরো তীব্র হয়েছে। গত তিন দিনে আরো দুই শতাধিক পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বন্যা

১৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ