মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ট্রাম্পকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে নিউইয়র্কের একটি পত্রিকা। নিউইয়র্ক ডেইলি নিউজ লিখেছে, বিষয়টি এখন আর কোন মষ্করা নয়। পত্রিকাটি বুধবারের সংখ্যায় ট্রাম্প নিজে থেকে সরে না দাঁড়ালে রিপাবলিকান দল যেন তাকে ধাক্কা মেরে হটিয়ে দেয় এ আহ্বান জানিয়ে কাভার স্টোরি প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, জিওপি’র প্রেসিডেন্ট প্রার্থী দেশকে রাজনৈতিক রক্তপাতের দিকে নিয়ে যাচ্ছেন। এতে ট্রাম্পের গত মঙ্গলবারের একটি বক্তৃতাকে উদ্ধৃত করা হয়। তাতে ট্রাম্প বলেছিলেন, হিলারি প্রেসিডেন্ট নির্বাচিত হলে দ্বিতীয় সংশোধনীর লোকেরা তাকে কিংবা তার নিয়োগ দেয়া বিচারকদের ক্ষেত্রে কিছু ঘটিয়ে ফেলতে পারে। তিনি বলেছিলেন, হিলারিকে গুলি করে সরানো উচিত। এর আগে পত্রিকাটি ট্রাম্পকে ক্লাউন উল্লেখ করেও খবর প্রকাশ করেছিল। তবে বুধবারের সংখ্যায় যা লেখা হয়েছে তাতে এর সুর কিছুটা কঠোর ও সিরিয়াস বলেই মনে করছে অনেকে।
এদিকে, ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নেয়া সমর্থকরা অব্যশ ট্রম্পের মঙ্গলবারের বক্তব্যের একটি ব্যাখ্যা দিয়েছে। তাদের দাবী, এ কথা দিয়ে ট্রাম্প আসলে দেশের জনগণের রাজনৈতিক ক্ষমতাকে বোঝাতে চেয়েছেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে খুন করার কথা বলেননি। কিন্তু সে কথায় সন্তুষ্ট হতে পারেনি ডেইলি নিউজ।পত্রিকাটির ভেতরের সম্পাদকীয় পাতায় লেখা হয়েছে, ট্রাম্প যদি তার প্রার্থিতা নিজে বাতিল না করেন, তাহলে রিপাবলিকান পার্টিকেই ট্রাম্প বর্জনের সিদ্ধান্ত নিতে হবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।