Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো বোমা, আহত ১৪

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তিনদিনের ব্যবধানে পাকিস্তানের কোয়েটায় আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার বেলুচিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটার আল খায়ের হাসপাতালের কাছে জারগন সড়কে পেতে রাখা বোমা বিস্ফোরণে অন্তত ১৪ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা বাড়তে পারে। উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, আহতের মধ্যে দুজন বেসামরিক নাগরিক ও দুইজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন। সন্ত্রাসবিরোধী স্কোয়াডকে লক্ষ্য করে এই বোমাটি রাস্তায় পেতে রাখা হয়। স্কোয়াডের গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বোমার বিস্ফোরণে আশপাশের ভবনের কাচ চুরমার হয়ে যায়। বিস্ফোরণের পর নিরাপত্তাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করছে। উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হচ্ছে। পুলিশ বিস্ফোরণস্থল ঘিরে রেখেছে। এছাড়া, ঘটনার পর কোয়েটায় অভিযান পরিচালনা করা হচ্ছে। গত সোমবার কোয়েটা সিভিল হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে সাংবাদিক, আইনজীবীসহ কমপক্ষে ৭০ জন নিহত হয়। ডন নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারো বোমা

১২ আগস্ট, ২০১৬
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ