Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জার্মানিতে উগ্রপন্থিদের খোঁজে অভিযান

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সন্দেহভাজন ইসলামি উগ্রপন্থিদের খোঁজে পশ্চিম জার্মানির উত্তর রাইনে-ওয়েস্টফালিয়া রাজ্যের বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার এই অভিযান চালানো হয় বলে রাজ্যটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। দুইসবার্গ এবং ডর্টমন্ড শহর দুটিতেও অভিযান চালানো হয়। সিরিয়া ও ইরাকে যুদ্ধ করার জন্য তরুণদের সংগ্রহ করার চেষ্টায় রত কয়েকজন ধর্মপ্রচারকের খোঁজে এই অভিযান চালানো হয় বলে জার্মানির একটি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। পুলিশের একজন মুখপাত্র বাকি সবধরনের তথ্যের জন্য কেন্দ্রীয় আইন কর্মকর্তার কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন। তবে তাৎক্ষণিকভাবে এই ব্যাপারে আর কোনো মন্তব্য বা তথ্য পাওয়া সম্ভব হয়নি। জুলাই থেকে জার্মানিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এরপর থেকে দেশটিতে উচ্চ সতর্কতা জারি রয়েছে। ওইসব হামলায় চার হামলাকারীসহ ১৫ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছেন। হামলাকারীদের মধ্যে দুজনের একজন সিরিয়ার শরণার্থী এবং আর একজন হয় পাকিস্তান নয়তো আফগানিস্তান থেকে আসা আশ্রয়প্রার্থী। তারা ইসলামি উগ্রপন্থার সঙ্গে যুক্ত বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জার্মানিতে উগ্রপন্থিদের খোঁজে অভিযান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ