Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে নারীরা কর্মস্থলে বেশি যৌন স্বীকার

প্রকাশের সময় : ১১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তুলনামূলক কর্মস্থলে সবচেয়ে বেশি যৌন হয়রানির স্বীকার হন ব্রিটেনের নারীরা। এদের মধ্যে ৮০ শতাংশ জানিয়েছেন, এ বিষয়ে তারা নিয়োগকর্তার কাছে অভিযোগ করেননি। গত বুধবার ব্রিটেনের ট্রেডস ইউনিয়ন কংগ্রেস (টিইউসি) ও নারী অধিকার গ্রুপ এভরিডে সেক্সিজম এক যৌথ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জরিপে অংশগ্রহণকারীদের প্রতি পাঁচজনের একজন জানিয়েছেন, তারা সরাসরি তাদের সুপারভাইজরদের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন। প্রায় এক-চতুর্থাংশ জানিয়েছেন, তারা অনুভব করতে পেরেছেন- এ বিষয়ে যদি তারা অভিযোগ করেন, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে না অথবা তাদের অভিযোগ বিশ্বাস করা হবে না। যৌন নিপীড়নের শিকার নারীদের অধিকাংশের বয়স ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে। প্রায় এক-তৃতীয়াংশ নারী অভিযোগ করেছেন, কর্মস্থলে তারা প্রায় যৌনসংক্রান্ত কৌতুকের শিকার হয়েছেন। এক-চতুর্থাংশ জানিয়েছেন, পুরুষ সহকর্মীরা অনেক সময় হাঁটু ও নিতম্বসহ তাদের দেহের বিভিন্ন অংশে অপ্রত্যাশিত স্পর্শ করে থাকেন। টিইউসি সমতা বিষয়ক প্রধান অ্যালিস হুড এ ব্যাপারে বলেন, ‘সংখ্যাটা অত্যন্ত বেদনাদায়ক এবং এটা সজাগ হওয়ার আহ্বান হওয়া উচিত। কর্মস্থলে যৌন হয়রানি নারীর জন্য এখনো অনেক বড় সমস্যা। এটা হঠাৎ করে বন্ধ হবে না। তিনি জানান, অনেক নারী এ বিষয়ে অভিযোগ করতে অস্বস্তি বোধ করেন। তারা ভাবেন, হয়তো তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হবে না অথবা তাদের ক্যারিয়ারে ক্ষতি হতে পারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রিটেনে নারীরা কর্মস্থলে বেশি যৌন স্বীকার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ