Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রে তুর্কি সামরিক কর্মকর্তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা

প্রকাশের সময় : ১২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ন্যাটো জোটের হয়ে যুক্তরাষ্ট্র-ভিত্তিক একটি অ্যাসাইনমেন্টে কর্মরত এক তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। গত মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে তুর্কি সরকার তাকে দেশে ফেরার আদেশ দেওয়ার পর তিনি এ আবেদন জানান বলে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন। ব্যর্থ অভ্যুত্থানের পর তুরস্কে উল্লেখযোগ্য সংখ্যক সামরিক কর্মকর্তাকে ছাঁটাই ও বরখাস্ত করা হয়েছে। এদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতিতে জানামতে এই প্রথম কোনো তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় চাইল।
অভ্যুত্থান প্রচেষ্টার জন্য তুর্কি সরকার যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসনে থাকা তুরস্কের ধর্মীয় নেতা ফতুল্লাহ গুলেনকে দায়ী করেছে। গুলেনকে ফেরত পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে বারবার দাবি জানিয়ে আসছে। এই নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এরপর আরেক তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় চাওয়ায় দুদেশের সম্পর্ক আরো নাজুক হয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে যুক্তরাষ্ট্রের দুজন কর্মকর্তা জানিয়েছেন, ওই তুর্কি সামরিক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নরফোকে নেটোর অ্যালাইড কমান্ড ট্রান্সফর্মেশনে কর্মরত আছেন। তার নাম ও পদবি প্রকাশ করেননি যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা। তবে ওয়াশিংটনের তুর্কি দূতাবাসের এক কর্মকর্তা জানান, গেল মাসে তুর্কি নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল মুস্তাফা উগুরলুর বিরুদ্ধে তুরস্কে আটকাদেশ জারি হওয়ার পর থেকে তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেননি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে তুর্কি সামরিক কর্মকর্তার রাজনৈতিক আশ্রয় প্রার্থনা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ