Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেট বালিকবধূ ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে এমসি ও সরকারী কলেজে ছাত্রদলের বিক্ষোভ মিছিল সমাবেশ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১:২২ পিএম

এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে ধর্ষণের বর্বরোচিত ঘটনার তিব্র নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এম.সি বিশ্ববিদ্যালয় কলেজ ও সিলেট সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে এম.সি কলেজের প্রধান ফটকে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে ও সিলেট সরকারি কলেজ ছাত্রদল নেতা শিহাব আহমদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সরকারি কলেজ ছাত্রদল নেতা রাকিব হাসান, এমসি কলেজ ছাত্রদল নেতা তৌসিফ হাসান, সাব্বির মোহাম্মদ, জামিল চৌধুরী, রাজিব হোসেন, বদরুল আলম, জিদ্দাউর রহমান, কাওসার আহমদ, তামিম আহমদ, মাছুম আহমদ, সাদেক আহমদ, সালমান আহমদ প্রমুখ। সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পূণ্যভূমির এই পবিত্র মাটিকে যারা অপবিত্র করেছে তাদেরকে অবিলম্বে সকলের সম্মুখে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ছাত্রলীগ নামধারী ঘৃণ্য অপরাধীরা একের পর এক অপরাধ করেও কোন শাস্তি পায় না। অথচ এই ঘৃণ্য অপরাধীদের বিরুদ্ধে শাস্তির দাবিতে জাতীয়তাবাদী আদর্শের সৈনিকরা কোন মিছিল ও সভা করলে তাদেরকে পদে পদে বাধা প্রদান করা হয়। সরকার নিজেদের দলের লোকদের শাস্তি প্রদান করে শুধু মাত্র বিরোধী মতাদর্শের অনুসারীদের হামলা-মামলা নির্যাতন করে যাচ্ছে। নেতৃবৃন্দরা বলেন, এ ন্যাক্কারজনক ঘটনা দেশবাসী সহ গোটা বিশ্বের মানুষকে লজ্জিত, ব্যথিত ও মর্মাহত করেছে এবং এমসি কলেজের ঐতিহ্য ও মর্যাদাকে কলংকিত ও কলুষিত করেছে। একজন নারীর এমন চরম অবমাননা ও লাঞ্চনা সভ্য সমাজ কোন ভাবেই মেনে নিতে পারে না। অবশ্যই সুষ্ঠু বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে যেন ভবিষ্যতে কেউ এরকম অপরাধ করতে সাহস না পায়। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রাবাসে গণধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ