Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে বালিকাবধূ ধর্ষণ মামলার ধর্ষক মাহফুজকে জেলা পুলিশে হস্তান্তর

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৪ এএম | আপডেট : ১১:২০ এএম, ২৯ সেপ্টেম্বর, ২০২০

সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে বালিকাবধূকে গণধর্ষণ ঘটনায় এজাহারভুক্ত আসামি মাহফুজুর রহমানকে (২৫) জেলা পুলিশে হস্তান্ত করেছে কানাইঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাকে জেলা পুলিশের কাছে হস্তান্তর করে কানাইঘাট থানা পুলিশ। ওইদিন সাড়ে ১১টার দিকে তাকে শাহপরাণ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এরআগে সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সিলেট জেলা ডিবি ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে হরিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।গ্রেফতার মাহফুজুর রহমান এমসি কলেজের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী এবং কানাইঘাটের দক্ষিণ বাণীগ্রাম ইউপির লামা দলইকান্দি গ্রামের সালিক আহমদের পূত্র। এর আগে রবিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা থেকে রাজন ও তার সহযোগী আইনুলকে গ্রেফতার করে র‌্যাব।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাত্রাবাসে গণধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ