মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার কাছ থেকে অতিরিক্ত সামরিক সহায়তার জন্য অনুরোধ করতে প্রস্তুত আর্মেনিয়া। তবে এই মুহূর্তে এটি করার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন মস্কোতে নিযুক্ত আর্মেনিয়ান রাষ্ট্রদূত ভারদান তোগানিয়ান। দেশটির স্থানীয় সময় সোমবার গোভরিত মোসকভা রেডিও স্টেশনকে এই কথা জানিয়েছেন তিনি।
ভারদান তোগানিয়ান মতে, ইয়েরেভেন ও মস্কো প্রতিরক্ষা সহযোগিতা বাড়িয়ে চলেছে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি যে আমাদের উত্থানের প্রয়োজন উচিত ছিল। আমরা রাশিয়াকে (অতিরিক্ত সামরিক সহায়তার জন্য) অনুরোধ করব। আজ পর্যন্ত আমরা ভাবি নাই যে আমাদের অতিরিক্ত সেনা বা অন্যান্য বাহিনী দরকার হবে।
বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধে দ্বিতীয় দিনে হতাহতের সংখ্যা বেড়ে অন্তত ৮১ জনে দাঁড়িয়েছে। কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে আরো ২৭ জন যোদ্ধা নিহত হয়েছেন। খবর আল জাজিরার।
যুদ্ধের প্রথম দিনে ২৮ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়। দ্বিতীয় নতুন করে নিহতের সংখ্যা ২৭ জন বলে জানায় কারাবাখ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার রাতে আরও নতুন করে ২৬ জন নিহত হয়েছেন বলে জানানো হয়। এই ঘটনায় দু’দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।